menu-iconlogo
huatong
huatong
avatar

জোসনা ছড়ায় চাঁদের আলো Chader Alo

ইসলামিক গজল বাংলা গজলhuatong
shellbell63huatong
歌詞
収録
আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

দিন ফুরিয়ে..এই ধরাতে...

দিন ফুরিয়ে..এই ধরাতে...

রাত্রি যখন..আঁধার কালো..

মিটিমিটি জ্বলে.. তারকা রাজি..

মিটিমিটি জ্বলে.. তারকা রাজি..

জোসনা ছড়ায়.. চাঁদের আলো..

জোসনা ছড়ায়.. চাঁদের আলো..।

জোনাকিরা সব.. প্রদীপ জেলে..

দেখেছো কখনো কি নয়ন মেলে..।

জোনাকিরা সব.. প্রদীপ জেলে..

দেখেছো কখনো কি নয়ন মেলে..।

তোমার তরে গড়া সৃষ্টি তা..

তোমার তরে গড়া সৃষ্টি তা..

রহমান তিনি আল্লাহু আকবার..

দিন ফুরিয়ে..এই ধরাতে...

দিন ফুরিয়ে..এই ধরাতে...

রাত্রি যখন..আঁধার কালো..।

মিটিমিটি জ্বলে.. তারকা রাজি..

মিটিমিটি জ্বলে.. তারকা রাজি..।

জোসনা ছড়ায় চাঁদের আলো..

জোসনা ছড়ায় চাঁদের আলো..।

যার নামে তে... মধুর সুরে..

অন্ধকার ঐ পালায় ভোরে..

যার নামে তে... মধুর সুরে..

অন্ধকার ঐ পালায় ভোরে..।

ধরা ফিরে পাই প্রভাত আবার..

ধরা ফিরে পাই প্রভাত আবার..।

রহমান তিনি আল্লাহু আকবার..

দিন ফুরিয়ে..এই ধরাতে...

দিন ফুরিয়ে..এই ধরাতে...

রাত্রি যখন..আঁধার কালো..।

মিটিমিটি জ্বলে.. তারকা রাজি..

মিটিমিটি জ্বলে.. তারকা রাজি..।

জোসনা ছড়ায় চাঁদের আলো..

জোসনা ছড়ায় চাঁদের আলো..

জোসনা ছড়ায় চাঁদের আলো..

জোসনা ছড়ায় চাঁদের আলো..।

. . .

জাযাকাল্লাহু খাইরান

আসুন, নিয়মিত পাঁচ ওয়াক্ত

নামাজ আদায় করি।

আরো ইসলামিক গজল পেতে

আপলোড লিস্ট দেখুন

ইসলামিক গজল বাংলা গজলの他の作品

総て見るlogo

あなたにおすすめ