menu-iconlogo
huatong
huatong
avatar

মালিক তুমি জান্নাতে Malik Tumi jannate

ইসলামিক গজল বাংলা গজলhuatong
solangelissnerhuatong
歌詞
収録
আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

3

2

1

মালিক......

মালিক......

মালিক.......

একটি ঘর... বানিয়ে দিও....

একটি ঘর... বানিয়ে দিও....

মালিক.. তুমি জান্নাতে..

তোমার কাছে আমায়,

একটি ঘর বানিয়ে দিও..

একটি ঘর বানিয়ে দিও..

সে বিভিষিকাময়, মহা দিনে

তোমার প্রতিবেশী করে নিও

মালিক..তুমি জান্নাতে..

তোমার কাছে আমায়,

একটি ঘর বানিয়ে দিও..

একটি ঘর বানিয়ে দিও..

যেদিন কেহ,আসবেনা কারো,কোন কাজে..

যেদিন পাপী,পাপের বোঝায়..মরবে লাজে

পুলসিরাত, পার হতে গিয়ে,

পিছলে যাবে কত পথিক

আবার কেহ, পূণ্য নিয়ে

পার হয়ে যাবে ঠিক ঠিক

‘সে মহা দিনে, মহাক্ষণে’

‘সে মহা দিনে, মহাক্ষণে’

পার করে তুমি দিও ..

মালিক... তুমি জান্নাতে..

তোমার কাছে আমায়,

একটি ঘর বানিয়ে দিও..

একটি ঘর বানিয়ে দিও..

তুমি দিও,হাউজে কাউছারের পাশে স্থান,

দিও তুমি,শীতল আরশের নিচে সম্মান

প্রিয় রাসুলের, প্রিয় উম্মাত

উতরে যাবে এই মহা বিচার,

পরম আনন্দে, জান্নাতে

সাজাবে নব সংসার ।

‘সে মহা আনন্দে, জান্নাতে’ ..

‘সে মহা আনন্দে, জান্নাতে’ ..

নবীর পাশে জায়গা দিও..

মালিক, তুমি জান্নাতে..

তোমার কাছে আমায়,

একটি ঘর বানিয়ে দিও..

একটি ঘর বানিয়ে দিও..

সে বিভিষিকাময়, মহা দিনে

তোমার প্রতিবেশী করে নিও

মালিক...তুমি জান্নাতে..

তোমার কাছে আমায়,

একটি ঘর বানিয়ে দিও..

একটি ঘর বানিয়ে দিও..

একটি ঘর..বানিয়ে দিও...

জাযাকাল্লাহু খাইরান

আরো ইসলামিক গজল পেতে

আপলোড লিস্ট দেখুন।

ইসলামিক গজল বাংলা গজলの他の作品

総て見るlogo

あなたにおすすめ