মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম
ইসলামী সংগীত
আপলোড বাই মোঃ আল আমিন
বিসমিল্লাহির রাহমানির রাহীম
মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম
তুমি হলে সবার সেরা নবীয়ে আকরাম
মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম
তুমি হলে সবার সেরা নবীয়ে আকরাম
মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম
তোমার রওজা মোবারক যাই কেমনে
ঘোমের ঘোরে এসে দেখা দাও স্বপনে
তোমার রওজা মোবারক যাই কেমনে
ঘোমের ঘোরে এসে দেখা দাও স্বপনে
তুমার সানে,তোমার সানে দুরুদ পড়ে
সৃষ্টি তামাম,তুমি হলে,তুমি হলে সবার
সেরা নবীয়ে আকরাম
মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম
নবী তোমার সৃতি ঘেড়া ওহুদের ময়দান
দ্বীনের লাগি শহিদ হলো তোমারী দানদান
নবী তোমার সৃতি ঘেড়া ওহুদের ময়দান
দ্বীনের লাগি শহিদ হলো তোমারী দানদান
তোমার ত্যাগে,তোমার ত্যাগে শ্রমে মোরা
পেয়েছি ইসলাম, তুমি হলে,তুমি হলে
সবার সেরা নবীয়ে আকরাম
মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম
দ্বীনের প্রচার করতে কারা দিলোনা তোমায়
খোদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়
দ্বীনের প্রচার করতে কারা দিলোনা তোমায়
খোদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়
তোমায় দেখে,তোমায় দেখে দলে দলে
আনিলো ঈমান,তুমি হলে,তুমি হলে
সবার সেরা নবীয়ে আকরাম
মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম
তুমি হলে,তুমি হলে সবার সেরা
নবীয়ে আকরাম,মোস্তফা আহমদ তোমায়
লাখো সালাম
আল্লাহ হাফেজ