menu-iconlogo
huatong
huatong
avatar

চোক্ষু দুইটা কাজল কালো chokkhu duita

এন্ড্রু কিশোরhuatong
diosenticonfiohuatong
歌詞
レコーディング
চক্ষু দুইটা কাজল কালো

রুপে ছড়ায় চান্দের আলো

চক্ষু দুইটা কাজল কালো

রুপে ছড়ায় চান্দের আলো

ও যেমন প্রেমের একটা ফাদ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ।

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ।

নুপুর পায়ে,সোনার কন্যা,

হাইটা চলে যেই

মনে লই চলিতে তারে,

অন্তর পাইতা দেই

নুপুর পায়ে,সোনার কন্যা,

হাইটা চলে যেই

মনে লই চলিতে তারে,

অন্তর পাইতা দেই

আমি তারে আপন কইরা

রাখছি পরানে ধইরা

ও দিয়া ভালোবাসার বাধ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ।

বাতাশেতে,উড়ায় কন্যা,

যখন মাথার চুল

মেঘ ভাইবা দুই চোখ আমার,

করে মস্ত ভূল

বাতাশেতে,উড়ায় কন্যা,

যখন মাথার চুল

মেঘ ভাইবা দুই চোখ আমার

করে মস্ত ভূল

আহা কি রুপ মরি মরি,

পাখা থাকলে হইত পরী

ও দেইখা ,মেটে নাতো সাধ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপে চাঁদ।

চক্ষু দুইটা কাজল কালো

রুপে ছড়াই চান্দের আলো

ও যেমন প্রেমের একটা ফাদ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ।

লাইক প্লিজ

এন্ড্রু কিশোরの他の作品

総て見るlogo

あなたにおすすめ