menu-iconlogo
huatong
huatong
avatar

যায় দিন যায় একাকি

এস আই টুটুলhuatong
neulvlhuatong
歌詞
レコーディング
ও হো..........

ও হো..........

যায় দিন যায় একাকী

তাঁরে বিহনে কেমনে বলো থাকি...

যায় দিন যায় একাকী

তাঁরে বিহনে কেমনে বলো থাকি...

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে

ওহ এই বুকেতে দুঃখ বেঁধে রাখি...

যায় দিন যায় দিন যায় একাকী...

NAZRULSR

আজ বিরহের আখর দিয়ে মন লিখেছে কবিতা

সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা...

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে

ওহ এই বুকেতে দুঃখ বেঁধে রাখি...

যায় দিন যায় দিন যায় একাকী...

NAZRULSR

তারই আশায় প্রহর গুনে দিন এমনি ফুরাবে

ওহহ না পাওয়ার এই মন

আকাশে স্বপ্ন একে যাবে...

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে

ওহ এই বুকেতে দুঃখ বেঁধে রাখি...

যায় দিন যায় একাকী

তাঁরে বিহনে কেমনে বলো থাকি...

যায় দিন যায় একাকী

তাঁরে বিহনে কেমনে বলো থাকি...

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে

ওহ এই বুকেতে দুঃখ বেঁধে রাখি...

যায় দিন যায় দিন যায় একাকী...

ধন্যবাদ

এস আই টুটুলの他の作品

総て見るlogo

あなたにおすすめ