menu-iconlogo
huatong
huatong
avatar

ai matite janma ore matite

কুমার শানু।huatong
༆⑅⃝🕊️🇱🆁🅱️🦋𝐑𝐢𝐟𝐚𝐭🦋🇧🇩huatong
歌詞
収録
শিরোনাম:-এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ।

ছায়াছবি:-দাদা ঠাকুর।

কথা:-গৌতম সুস্মিত।

সঙ্গীত:-বাবুল বোস।

শিল্পী:-বাবুল সুপ্রিয়।

⫸=====Rifat=====⫷

এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ,

এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ,

জাত ভেদাভেদ ভোল বন্ধু বুকে তোল,

বন্ধু মানেই আপনজন বন্ধুই আসল,

হো হো হো ও,,,হো হো ও ও ও,,,

এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ,

ছোট বড় লোক বলে গায়ে লেখা থাকেনা,

কর্ম ছাড়া মানুষেরে কেউতো মনে রাখেনা,

জাতের বড়াই করে লোকে,কিসের জোরে বুঝিনা,

ছোটো লোকের ঘরে কি আর পূজার আসন থাকেনা,

জাত ভেদাভেদ ভোল বন্ধু বুকে তোল,

বন্ধু মানেই আপনজন বন্ধুই আসল,

হো হো হো ও,,,হো হোম ,,,

এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ,

কেই বা মনিব,কেই বা চাকর,কেই বা মনে রাখে,

মনের টানে প্রাণটা কাঁদে,বন্ধু বুকে থাকে,

মা-বাবা,ভাই-বোন সেতো সবার ঘরে থাকে রে,

মনের মতো সাথী কেবল,ভাগ্য গুণে মেলে রে,

জাত ভেদাভেদ ভোল বন্ধু বুকে তোল,

বন্ধু মানেই আপনজন বন্ধুই আসল,

হো হো হো ও,,,হুম ও ও ও,,,

এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ,

এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ,

জাত ভেদাভেদ ভোল বন্ধু বুকে তোল,

বন্ধু মানেই আপনজন বন্ধুই আসল,

হো,,, হুম হুম হুম ও,,,হো হো ও ও ও,,,

এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ,

⫸=ধন্যবাদ=⫷

কুমার শানু।の他の作品

総て見るlogo

あなたにおすすめ