আমার মতো এত সুখী
নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায়
জড়ানো মায়ার বাঁধন
জানি এ বাঁধন ছিড়ে গেলে কভু
আসবে আমার মরণ
আমার মতো এত সুখী
নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন
বুকে ধরে যত ফুল ফোটালাম
সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম
বুকে ধরে যত ফুল ফোটালাম
সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম
কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন
আমার মতো এত সুখী
নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন
সমাপ্ত