menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আরশে থাক প্রভু আমি জমিনে।

নজরুল ইসলাম।huatong
💓💚💙ইসলামেরসৈনিক❤️💙💓huatong
歌詞
収録
? বিসমিল্লাহির রহমান মিজবাহ ?

তুমি ‍আরশে থাক প্রভু

আমি জমিনে

তবু তোমারি প্রেম জমে

হৃদয় গহিনে

তুমি আরশে থাক প্রভু

আমি জমিনে,

তবু তোমারি প্রেম জমে

হৃদয় গহিনে,

আমি তোমারি গোলাম ওগো

অন্য কারো না

আমি তোমারি গোলাম অগো

অন্য কারো না

আলিমুল গায়েব তুমি

মালিক রব্বানা

আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহ,

আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহ,

আপলোড নজরুল ইসলাম ?

তোমারি রহম ছাড়া

বাঁচা বড় দায়,

প্রতি দিনে,প্রতি ক্ষনে,

জড়িয়ে রাখো গো আমায়,

তোমারি রহম ছাড়া,

বাঁচা বড় দায়

প্রতিদিনে, প্রতিক্ষনে,

জড়িয়ে রাখো গো আমায়,

শত শত ভুল মাফ করে দাও

শত শত ভুল মাফ করে দাও

জানা কি অজানা ।

আমি তোমারি গোলাম ওগো

অন্য কারো না,

আমি তোমারি গোলাম ওগো

অন্য কারো না,

আলিমুল গায়েব তুমি

মালিক রব্বানা ।

আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহ,

আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহ,

? আপলোড নজরুল ইসলাম ?

কঠিন বিচারের দিনে

থেকো গো পাশে,

পাপের ভারে নুয়ে গেছি

মন তাই কেঁদে মরে

কঠিন বিচারের দিনে

থেকো গো পাশে ,

পাপের ভারে নুয়ে গেছি

মন তাই কেদে মরে,

জান্নাতি ফুল দিয়েগো আমায়

আগুনে ফেলে দিয়োনা ।

আমি তোমারি গোলাম ওগো

অন্য কারো না

আমি তোমারি গোলাম ওগো

অন্য কারো না ,

আলিমুল গায়েব তুমি

মালিক রব্বানা ।

আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহ ।

আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহ

তুমি আসমানে থাকো প্রভু

আমি জমিনে,

তবু তোমারি প্রেম জমে

হৃদয় গহীনে,

তুমি আসমানে থাকো প্রভু

আমি জমিনে ,

তবু তোমারই প্রেম জাগে

হৃদয় কইরে ,

আমি তোমারি গোলাম

অন্য কারো না ,

আমি তোমারি গোলাম ওগো

অন্য কারো না ,

আলিমুল গায়েব তুমি

মালিক রাব্বানা,

আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহ,

আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহ।।

? ধন্যবাদ ?

নজরুল ইসলাম।の他の作品

総て見るlogo

あなたにおすすめ