menu-iconlogo
huatong
huatong
-abar-valobashar-shadh-jaghe-indrani-sen-cover-image

Abar Valobashar Shadh Jaghe_Indrani_Sen

নবধারাhuatong
༄bᵈ᭄🍁𝕄ℝ.𝕊𝔸𝕄🍁࿐নবধারাhuatong
歌詞
収録
নবধারা সংগীত ভুবন

Mr.Sam

আবার.. ভালবাসার সাধ জাগে

জাগে,ভালবাসার সাধ জাগে

সেই পুরাতন চাঁদ

সেই পুরাতন চাঁদ

সেই পুরাতন চাঁদ

সেই পুরাতন চাঁদ

আমার চোখে আজ নূতন লাগে

আবার.. ভালবাসার সাধ জাগে

জাগে,ভালবাসার সাধ জাগে

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে

যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে

সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে

উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায়

উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায়

সোনার গোধুলি রাগে

সোনার গোধুলি রাগে

আবার.. ভালবাসার সাধ জাগে

জাগে,ভালবাসার সাধ জাগে

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

আবার ফাগুন সমীর কেন বহে

আমার ভুবন ভরি কেঁদে ওঠে বাঁশরী অসীম বিরহে

আবার ফাগুন সমীর কেন বহে

তব বনের বুকে ঝরণা সম.…..

তব বনের বুকে ঝরণা সম

কে এলে সহসা হে প্রিয়তম

মাধুরের গোকুল সহসা রাঙাইলে

মাধুরের গোকুল সহসা রাঙাইলে

রাসের কুমকুম ফাগে..

রাসের কুমকুম ফাগে

আবার.. ভালবাসার সাধ জাগে

জাগে,ভালবাসার সাধ জাগে

জাগে,ভালবাসার সাধ জাগে

নবধারাの他の作品

総て見るlogo

あなたにおすすめ