menu-iconlogo
huatong
huatong
avatar

খুঁজে খুঁজে জনম গেল Khuje Khuje Jonom gelo

বশির আহমেদhuatong
purple_gheckohuatong
歌詞
収録
খুঁজে খুঁজে জনম গেলো

কাঁদলো শুধু এই আঁখি

উড়ে গেলো কোন সুদূরে

আমার প্রাণের সেই পাখি

খুঁজে খুঁজে জনম গেলো

কাঁদলো শুধু এই আঁখি

উড়ে গেলো কোন সুদূরে

আমার সুখের সেই পাখি

খুঁজে খুঁজে জনম গেলো

কাঁদলো শুধু এই আঁখি

ফরিয়াদি আমি হলে

দুনিয়া নিরব থাকে

অপরাধী করে গেলাম

নিজের এই ভাগ্যটাকে

দুঃখের বোঝা বয়ে বয়ে

চলছি আমি একাকী

দুঃখের কি বা সাধ্য আছে

আর আমারে দেয় ফাঁকি

খুঁজে খুঁজে জনম গেলো

কাঁদলো শুধু এই আঁখি

আলো ভেবে ছুঁতে গেলাম

না চিনে আলেয়ারে

ব্যথা নিয়ে ফিরে গেলাম

নিরাশার অন্ধকারে

বেহুঁশ হয়ে বুকের জ্বালা

রাখতে আমি চাই ঢাকি

মরণ এলেই বেঁচে যাবো

আর কতো যে দিন বাকি

খু্ঁজে খুঁজে জনম গেলো

কাঁদলো শুধু এই আঁখি

উড়ে গেলো কোন সুদূরে

আমার প্রাণের সেই পাখি

খুঁজে খুঁজে জনম গেলো

কাঁদলো শুধু এই আঁখি

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

বশির আহমেদの他の作品

総て見るlogo

あなたにおすすめ