menu-iconlogo
huatong
huatong
avatar

চিঠি লিখেছে বউ আমার Chithi Likheche Bou

মনির খানhuatong
spyceangeltnj7210huatong
歌詞
レコーディング
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে

শিল্পীঃ মনির খান

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে

লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে

চিঠি লিখেছে...

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে

যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে

যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে

বৌয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে

চিঠি লিখেছে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে

কথা,সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

তোমার মনটা লোহায় গড়া

তোমার ইস্পাতেরই হিয়া

তোমায় বানাইয়াছে বিধি

বড় কঠিন পাথর দিয়া.......

তোমার মনটা লোহায় গড়া

তোমার ইস্পাতেরই হিয়া

তোমায় বানাইয়াছে বিধি

বড় কঠিন পাথর দিয়া.......

দুই টাকার চাকরি ছাড়ি

তুমি ফিরে আসো বাড়ি

দুই টাকার চাকরি ছাড়ি

তুমি ফিরে আসো বাড়ি

আমি গাঁয়ের মেয়ে অনেক সুখী

একটু নুন আর ভাতে

চিঠি লিখেছে...

চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে

লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে

চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে

প্রতি রাইতে ইষ্টিসনে,

আসে ঢাকা থেকে গাড়ি

আমি ভাবি এই গাড়িতে,

তুমি আইলা বুঝি বাড়ি......

প্রতি রাইতে ইষ্টিসনে,

আসে ঢাকা থেকে গাড়ি

আমি ভাবি এই গাড়িতে,

তুমি আইলা বুঝি বাড়ি......

দেখি ভোরের সূর্য উঠে

আমার আশার ফুল না ফোটে

দেখি ভোরের সূর্য উঠে

আমার আশার ফুল না ফোটে

তুমি আসবে ঠিকই শুনবে যখন

নাই আর দুনিয়াতে

চিঠি লিখেছে..

চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে

চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে

লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে

চিঠি লিখেছে..

চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে

যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে

বৌয়ের কাজল ধোয়া চোখের পানি

লেগে আছে তাতে

চিঠি লিখেছে..

চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে

চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

মনির খানの他の作品

総て見るlogo

あなたにおすすめ