menu-iconlogo
huatong
huatong
avatar

আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না \\ Shahidul islam

মনি কিশোরhuatong
100033720688huatong
歌詞
収録
শিল্পী – মনি কিশোর

কথা, সুর ও সঙ্গীত – মিল্টন খন্দকার

=====================

আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না

ওখানেই শেষ করে দিও

চাইবো না কিছুই তোমার

শুধু মনে রেখো কোনো একদিন

ভালোবেসে ছিলাম তোমায়

ও-ও-ও-ও ভালোবেসে ছিলাম তোমায়

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

পুরনো স্মৃতিগুলো মন থেকে তুমি মুছে দিও

আবার নতুন করে এ জীবন সাজিয়ে নিও

পুরনো স্মৃতিগুলো মন থেকে তুমি মুছে দিও

আবার নতুন করে এ জীবন সাজিয়ে নিও

সেই চেনা সুরে সেই চেনা নাম ধরে

ডেকো না আমায়

শুধু মনে রেখো কোনো একদিন

ভালোবেসে ছিলাম তোমায়

ও-ও-ও-ও ভালোবেসে ছিলাম তোমায়

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

কখনো ভুল করে সমাধিতে ফুল দিও না

আমার মরণ দিনে চোখে জল তুমি এনো না

কখনো ভুল করে সমাধিতে ফুল দিও না

আমার মরণ দিনে চোখে জল তুমি এনো না

থাক না ভরে সমাধির ওপরে ঝরানো পাতায়

শুধু মনে রেখো কোনো একদিন

ভালোবেসে ছিলাম তোমায়

ও-ও-ও-ও ভালোবেসে ছিলাম তোমায়

আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না

ওখানেই শেষ করে দিও

চাইবো না কিছুই তোমার

শুধু মনে রেখো কোনো একদিন

ভালোবেসে ছিলাম তোমায়

ও-ও-ও-ও ভালোবেসে ছিলাম তোমায়

মনি কিশোরの他の作品

総て見るlogo

あなたにおすすめ