menu-iconlogo
logo

কেন আশা বেঁধে রাখি Keno Aasha Bedhe Rakhi

logo
avatar
মিতালী মুখার্জিlogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛..logo
アプリ内で歌う
歌詞
কেন আশা... বেঁধে রাখি

কেন আশা.. বেঁধে রাখি

কেন দীপ... জ্বেলে রাখি

কেন আশা... বেঁধে রাখি

জানি আসবেনা ফিরে আর তুমি

জানি আসবেনা ফিরে আর তুমি

তবু পথ পানে চেয়ে থাকি

কেন আশা.. বেঁধে রাখি

জানবে না তুমি, বুঝবে না তুমি

এই ব্যথা আমার, এই জ্বালা আমার

জানবে না তুমি, বুঝবে না তুমি

ছিলে কাছে যখন,

ছিল সবই আপন

ছিলে কাছে যখন,

ছিল সবই আপন

সেই ভেবে জলে ভরে আঁখি

কেন আশা.. বেঁধে রাখি

কেন আশা.. বেঁধে রাখি

-==আপলোডঃ মজিবুর==-

কত আশা ছিল,

কত ছিল যে গান

কত হাসি ছিল..

কত অভিমান

কত আশা ছিল,

কত ছিল যে গান

কত হাসি ছিল..

কত অভিমান

সূর্য জ্বলা, এই সকাল আমার

সূর্য.. জ্বলা, এই সকাল আমার

আঁধারে সবই গেল ঢাকি

কেন আশা.. বেঁধে রাখি

কেন আশা.. বেঁধে রাখি

এই মনের কথা হয়নি তো বলা

হয়নি তো আজও, সেই পথে চলা

এই মনের কথা, হয়নি তো বলা

স্বপ্ন যে ছিল, সবই তোমার দেয়া

স্বপ্ন যে ছিল, সবই তোমার দেয়া

তবে কেন দিলে তুমি ফাঁকি

কেন আশা.. বেঁধে রাখি

কেন আশা.. বেঁধে রাখি

কেন দীপ.. জ্বেলে রাখি

কেন আশা.. বেঁধে রাখি

জানি আসবেনা ফিরে আর তুমি

জানি আসবেনা ফিরে আর তুমি

তবু পথ পানে চেয়ে থাকি

কেন আশা.. বেঁধে রাখি

কেন আশা.. বেঁধে রাখি

কেন দীপ.. জ্বেলে রাখি

কেন আশা.. বেঁধে রাখি

কেন আশা বেঁধে রাখি Keno Aasha Bedhe Rakhi by মিতালী মুখার্জি - 歌詞&カバー