আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো,
আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো,
আমি হেলেদুলে যাবো শ্মশান ঘাটে,
আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে।
আমার এই হোরি নাম যাবে সেদিন সাথে গো,
আমার এই হোরিনাম যাবে সেদিন সাথে গো,
আমি হেলেদুলে যাবো শ্মশান ঘাটে,
আমি হেলেদুলে যাব শ্মশান ঘাটে।
খোল করো তালে মুখে হরি বলে,
খোল করো তালে মুখে হরি বলে,
আনন্দে থাকবে সবাই মেতে,
আনন্দে থাকবে সবাই মেতে।
আমার এই হরিনাম,
এই হরি নাম যাবে সেই দিন সাথে গো
আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে,
আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে।
আপন স্বজন গাড়ী আর বাড়ী,
থাকবে পড়ে সারি সারি।
সবাই একটু কাঁদিবে, সাথী পরে ভুলে যাবে,
সবাই একটু কাঁদিবে, সাথী পরে ভুলে যাবে,
মান অভিমান পুড়বে সাথি চিতার ধোঁয়াতে,
এই মান অভিমান পুড়বে সাথি চিতার ধোঁয়াতে।
আমার এই হরিনাম যাবে সেই দিন সাথে গো
এই হরিনাম যাবে সেই দিন সাথে গো,
আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে,
আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে।
কি হারালাম, কিবা পেলাম
সংসার আগুনে জ্বলে মোরলাম।
ও বন্ধু,নাম সুধারসে
একবার চলো না মন ভেসে,
হরিনাম সুধারসে
একবার চল না মন ভেসে,
নামই সত্য আছে ধরাতে,
নামই সত্য আছে ধরাতে।
আমার এই হরিনাম যাবে সেই দিন সাথে গো
এই হরিনাম যাবে সেই দিন সাথে গো
আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে,
আমি হেলেদুলে যাব শ্মশান ঘাটে।
হলো না আমার দয়ালের গুনগান,
গুরু আমায় দাও গো চেতন।
বলছে অধম গদাধরে, দেখা পাব কি তোমারে,
বলছে অধম গদাধরে, দেখা পাব কি তোমারে,
শেষের দিনে মিনতি তোমাকে,
শেষের দিনে মিনতি তোমাকে।
আমার এই হোরিনাম যাবে সেদিন সাথে গো,
এই হোরিনাম যাবে সেদিন সাথে গো,
আমি হেলেদুলে যাবো শ্মশান ঘাটে,
আমি হেলেদুলে যাব শ্মশান ঘাটে।
খোল করো তালে মুখে হরি বলে,
খোল করো তালে মুখে হরি বলে,
আনন্দে থাকবে সবাই মেতে,
আনন্দে থাকবে সবাই মেতে।
আমার এই হরিনাম,
এই হরি নাম যাবে সেই দিন সাথে গো
আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে,
আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে।