menu-iconlogo
huatong
huatong
avatar

মায়ের কান্দন জাবত জিবন

শরিফ উদ্দিনhuatong
robert_4220huatong
歌詞
レコーディング

প্লিজ!কেউ কপি করবেন না।

মায়ের কান্দন যাবত জীবন...

দু’চার মাস বোনের কান্দন রে..

ওরে ঘরের পরিবারের কান্দন

কয়েক দিন পরে থাকেনা

দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

মায়ের কান্দন যাবত জীবন...

দু’চার মাস বোনের কান্দন রে..

ওরে ঘরের পরিবারের কান্দন

কয়েক দিন পরে থাকেনা

দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা

গর্ভধারিণী মা জনম দুঃখীনি মা

দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

দশ মাস দশ দিন মায়ে,গর্ভে দিলেন ঠাঁই

রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই

ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া

শান্ত করিলো মায়ের বুকের দুগ্ধ দিয়া

মায়ের প্রসবের কালে.....এ

বুক ভেসে যায় নয়ন জ্বলে রে

ও মা সন্তানেরে লইয়া কোলে

ভুলে প্রসব যন্ত্রণা।

দূঃখের দরদী আমার জনম দুঃখী মা

গর্ভধারিণী মা,জনম দুঃখীনি মা

দূঃখের দরদী আমার জনম দুঃখী মা

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

লেংড়া আতুর,কানা কোড়া হইলে পরে ছেলে

ধুলা জাইড়া তবু মায়ে টান দিয়া লয় কুলে

পুত্র যদি কো,পুত্র হয় মায়ে নাহি ফেলে

হাজার দোষ গোপন রাখিয়া তবু মায়ে পালে

শাহা আলম ভেবে বলেন....এ

জান্নাত মায়ের চরণ তলে রে

তোরা দেখ বুখারি হাদিস খুলে

করছে নবী গোষনা

দূঃখের দরদী আমার জনম দুঃখী মা

গর্ভধারিণী মা,জনম দুঃখীনি মা

দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা

মায়ের কান্দন যাবত জীবন...

দু’চার মাস বোনের কান্দন রে..

ওরে ঘরের পরিবারের কান্দন

কয়েক দিন পরে থাকেনা

দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা

গর্ভধারিণী মা জনম দুঃখীনি মা

দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা

ধন্যবাদ

শরিফ উদ্দিনの他の作品

総て見るlogo

あなたにおすすめ