menu-iconlogo
huatong
huatong
avatar

এ কোন ফাগুন

শাকিলা জাফরhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
歌詞
収録
এ কোন ফাগুন হৃদয়ে আমার

বিরহের আগুনে পুড়ি নিশিদিন।

এ কোন ফাগুন হৃদয়ে আমার

বিরহের আগুনে পুড়ি নিশিদিন।

-==আপলোডঃ মজিবুর==-

তোমায় নিয়ে কত স্বপ্ন দেখি

ফাগুনের রঙ দিয়ে ছবি আঁকি

==============

ও তোমায় নিয়ে কত স্বপ্ন দেখি

ফাগুনের রঙ দিয়ে ছবি আঁকি

সে ছবি আমার ম্লান হয়ে যায়

বেদনার সুর বাজে অন্তহীন।

এ কোন ফাগুন হৃদয়ে আমার

বিরহের আগুনে পুড়ি নিশিদিন।

-==আপলোডঃ মজিবুর==-

ফাগুন কেন আসে পোড়াতে আমায়

বড় বেশি ব্যথা দিয়ে সেও চলে যায়

==============

ও..ফাগুন কেন আসে পোড়াতে আমায়

বড় বেশি ব্যথা দিয়ে সেও চলে যায়

তুমি যদি ফিরে আসো সব ব্যথা ভুলে যাবো

খুশীতে কাটবে প্রহর অন্তবিহীন।

এ কোন ফাগুন হৃদয়ে আমার

বিরহের আগুনে পুড়ি নিশিদিন।

এ কোন ফাগুন হৃদয়ে আমার

বিরহের আগুনে পুড়ি নিশিদিন।

====ধন্যবাদ====

শাকিলা জাফরの他の作品

総て見るlogo

あなたにおすすめ