menu-iconlogo
huatong
huatong
avatar

যাবার আগে দোহাই লাগে

সাবিনা ইয়াসমিনhuatong
⚜️⃟💚𝗠𝗼𝘇i𝗯⚜️⃟💚💠🆉🅼🅻💠huatong
歌詞
収録
গানঃ যাবার আগে দোহাই লাগে

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

সিনেমাঃ আসামি

ওরে ও.....পরদেশী

ও..ও..ও..পরদেশী

যাবার আগে, দোহাই লাগে

একবার ফিরে চাও

আবার তুমি আসবে ফিরে

আমায় কথা দাও, আমায় কথা দাও

যাবার আগে, দোহাই লাগে

একবার ফিরে চাও

আবার তুমি আসবে ফিরে

আমায় কথা দাও, আমায় কথা দাও

প্রথম বারে তোমায় দেখে,,,,

আকাশ বাতাস সাক্ষী রেখে,,,,

প্রথম বারে তোমায় দেখে

আকাশ বাতাস সাক্ষী রেখে

মন দিয়েছি কখন আমি

নিজেই জানিনা, নিজেই জানিনা

এই মনটারে, পায়ে দলে

কেন চলে যাও

আবার তুমি আসবে ফিরে

আমায় কথা দাও, আমায় কথা দাও

এমন আগুন জেলে বুকে...

অশ্রু দিয়ে দুইটি চোখে...

এমন আগুন জেলে বুকে

অশ্রু দিয়ে দুইটি চোখে

ভালোবাসার স্বপ্ন আমার

ভেঙে দিওনা, ভেঙে দিওনা..

পাষাণ এ বুক, বেঁধো না গো

আমার মাথা খাও

আবার তুমি আসবে ফিরে

আমায় কথা দাও, আমায় কথা দাও

যাবার আগে, দোহাই লাগে

একবার ফিরে চাও

আবার তুমি আসবে ফিরে

আমায় কথা দাও, আমায় কথা দাও

যাবার আগে, দোহাই লাগে

একবার ফিরে চাও

আবার তুমি আসবে ফিরে

আমায় কথা দাও, আমায় কথা দাও

ওরে ও.....পরদেশী

ও..ও.. পরদেশী

ও..ও.. পরদেশী

সাবিনা ইয়াসমিনの他の作品

総て見るlogo

あなたにおすすめ