menu-iconlogo
huatong
huatong
avatar

দুঃখের সাথে ঘর করেছি আমি_RΞZΛ

সৈয়দ আব্দুল হাদীhuatong
অদৃশ্যhuatong
歌詞
収録
দুঃখের সাথে ঘর করেছি আমি

এতদিন একা একা

আজ কেনো যে আবার

নতুন করে বাঁচার

স্বাধ জাগে মনে আমার

পেলাম আমি তার দেখা

দুঃখের সাথে ঘর করেছি আমি

এতদিন একা একা

______অদৃশ্য

অনেক দিনের পরে

পেলাম আমি ফিরে

তোমার দেখা পেয়ে

জীবন সাগর তীরে

ছিলেনা তুমি বলে

হৃদয় গেছে জ্বলে

হারিয়ে গেছে সবই

ব্যাথার গহীন তলে

ভেসেছি চোখের জ্বলে

দুঃখের সাথে ঘর করেছি আমি

এতদিন একা একা

______অদৃশ্য

গোলাপকে যদি আমি

গোলাপ বলেই ডাকি

দোষ কি হবে আমার

বলোনা জীবন সাথী

ইচ্ছে আমার করে

সোহাগে আদরে

লুকিয়ে রাখি তোমার

মনের ছোট্ট ঘরে

জনম জনম ধরে

দুঃখের সাথে ঘর করেছি আমি

এতদিন একা একা

______RΞZΛ

সৈয়দ আব্দুল হাদীの他の作品

総て見るlogo

あなたにおすすめ