menu-iconlogo
huatong
huatong
avatar

𝗡𝗹𝗦𝗛Ŵ𝗔𝗡𝗚Ø 𝗣𝗥𝗘𝗠।নিঃসঙ্গ প্রেম ▪︎ 𝗝𝗔𝗭𝗣𝗘𝗥.♠️

𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️huatong
JAZPER.♠️huatong
歌詞
レコーディング
NISHWANGA PREM

?.

LYRICS IN BENGALI -

রাতের তারার মতো

নিঃসঙ্গ আমার প্রেম

তুমিহীনা এই হৃদয়

যেন কষ্টের এক ভাঙা ফ্রেম..।

*আমি তোমার দেয়া ব্যাথা

রেখেছি যতনে ....।

রাতের তারার মতো

নিঃসঙ্গ আমার প্রেম

তুমিহীনা এই হৃদয়

যেন কষ্টের এক ভাঙা ফ্রেম..।

মেনে নিয়ে তোমার সব অভিযোগ

হয়েছি একা...!

মাঝে মাঝে কিছু পুরোনো সুখের

সাথে হয় দেখা...!

তবু আমি ভালোবাসি শুধু

তোমাকেই গোপনে ...।

রাতের তারার মতো

নিঃসঙ্গ আমার প্রেম

রাতের তারার মতো

নিঃসঙ্গ আমার প্রেম...I

মেনে নিয়ে তোমার সব অনুরাগ

রয়েছি দুরে...!

মাঝে মাঝে কিছু পুরোনো স্মৃতি

আমাকে যায় পুড়িয়ে....!

তবু আমি ভালোবাসি শুধু

তোমাকেই গোপনে ...।

রাতের তারার মতো

নিঃসঙ্গ আমার প্রেম...I

তুমিহীনা এই হৃদয়

যেন কষ্টের এক ভাঙা ফ্রেম..।

*আমি তোমার দেয়া ব্যাথা

রেখেছি যতনে ....।

রাতের তারার মতো

নিঃসঙ্গ আমার প্রেম...I

তুমিহীনা এই হৃদয়

যেন কষ্টের এক ভাঙা ফ্রেম..।

𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️の他の作品

総て見るlogo

あなたにおすすめ