menu-iconlogo
huatong
huatong
avatar

প্রেমেরও গাড়িতে সাধ হয় চড়িতে

𝑼𝒑𝒍𝒐𝒅𝒆 𝒃𝒚 ➻ 𝑹𝒂𝒃𝒊𝒖𝒍 𝑨𝒍𝒂𝒎huatong
꧁࿇♥𝐑𝐎𝐁𝐈𝐔𝐋❥𝐒❥𝐖❥𝐓♥࿇꧂huatong
歌詞
レコーディング
শিরোনাম <> প্রেমেরও গাড়িতে সাধ হয় চড়িতে

মূল কণ্ঠশিল্পী <> খালিদ হাসান মিলু ও সাবিনা ইয়াসমিন

আপলোড <> রবিউল আলম

অরিজিনাল মিউজিক পেতে

চয়েস<>নদী <> স্বপ্নের পৃথিবী ফ্যামিলি

সাধ হয় চড়িতে।

প্রেমেরও গাড়িতে।

সাধ হয় চড়িতে।

তোমায় নিয়ে.....

হো-যাব যে-গাড়ীতে।

তোমারি বাড়িতে বধু হয়ে........

আরে ছটফটে মনের ময়না।

আমার দেরি যে-আর তো-সয়না।

[M] প্রেমেরও গাড়িতে।

সাধ হয় চড়িতে।

তোমায় নিয়ে.....

হা-যাবে সে-গাড়ীতে।

আমারি বাড়িতে বধু হয়ে........

করে-ছটফটে মনের ময়না।

আমার দেরি যে-আর তো-সয়না।

আপলোড <> রবিউল আলম

অরিজিনাল মিউজিক পেতে

[ ফলো করুন] [চয়েস<>নদী]

[মিউজিক অপেক্ষা করুন]

[F] আমার ঠোঁটে, যত মধু।

দেবো তোমায় আমি দেবো শুধু।

[M] চুপি চুপি সুখের জলে।

ডুব দেবো এসো না দুজন মিলে।

[F] শাড়ির আঁচলে যৌবন রয়না।

আমার দেরি যে-আরতো সয়না।

[M] ও..প্রেমেরও গাড়িতে, সাধ হয় চড়িতে, তোমায় নিয়ে.....

[F] হা-যাব যে-গাড়ীতে।

তোমারি বাড়িতে বধু হয়ে........

[M] মরে-ছটফটে মনের ময়না।

[F] আমার দেরি যে-আর তো-সয়না।

আপলোড <> রবিউল আলম

অরিজিনাল মিউজিক পেতে

[ ফলো করুন] [চয়েস<>নদী]

[মিউজিক অপেক্ষা করুন]

[M] ফুলের মতো, মনটা তোমার।

গন্ধ নিতে দাও না-হাজারো বার।

[F] ওহো আমার মনের গোপন ঘরে। কখন যাবে বলো অভিসারে।

[M] জানি মেঘ ছাড়া বৃষ্টি হয় না।

আমার দেরি যে আর তো সয়না।

[F] হা-প্রেমেরও গাড়িতে, সাধ হয় চড়িতে তোমায় নিয়ে.....

হা-যাবো যে-গাড়ীতে।

তোমারি বাড়িতে বধু হয়ে........

আরে ছটফটে মনের ময়না।

আমার দেরি যে-আর তো-সয়না।

[M] হা-প্রেমেরও গাড়িতে।

সাধ হয় চড়িতে, তোমায় নিয়ে.....

হা-যাবে সে-গাড়ীতে

আমারি বাড়িতে বধু হয়ে........

আরে ছটফটে মনের ময়না।

আমার দেরি যে-আর তো-সয়না।

আপলোড <> রবিউল আলম

অরিজিনাল মিউজিক পেতে

𝑼𝒑𝒍𝒐𝒅𝒆 𝒃𝒚 ➻ 𝑹𝒂𝒃𝒊𝒖𝒍 𝑨𝒍𝒂𝒎の他の作品

総て見るlogo

あなたにおすすめ