menu-iconlogo
huatong
huatong
abdul-hadi-emono-to-prem-hoy-cover-image

Emono To Prem Hoy

Abdul Hadihuatong
mlbradley47huatong
歌詞
収録

এমনতো প্রেম হয়

ও…চোখের জলে কথা কয়

এমনতো প্রেম হয়

ও…চোখের জলে কথা কয়

নিজে নিজে জ্বলে পুড়ে

ও…পাষাণে বাঁধে যে হৃদয়

এমনতো প্রেম হয়

ও…চোখের জলে কথা কয়

ও…যা কিছু আমার ছিল দিয়েছি তারে

ও…ভালোবাসা চিরদিন এমনি করে

শত জ্বালা বুকে নিয়ে

ও…কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়

এমনতো প্রেম হয়

ও…চোখের জলে কথা কয়

ও…ফুল ফোটে ঝরে যায় এইতো রীতি

ও…তবু কেন চিরদিন প্রেম পিরিতি

শত ব্যথা সয়ে সয়ে

ও…ধূপশিখা হয়ে জেগে রয়

এমনতো প্রেম হয়

ও…চোখের জলে কথা কয়

এমনতো প্রেম হয়

ও…চোখের জলে কথা কয়

নিজে নিজে জ্বলে পুড়ে

ও…পাষাণে বাঁধে যে হৃদয়

এমনতো প্রেম হয়

ও…চোখের জলে কথা কয়

এমনতো প্রেম হয়

ও…চোখের জলে কথা কয়

Thank You

Abdul Hadiの他の作品

総て見るlogo

あなたにおすすめ