menu-iconlogo
huatong
huatong
abdul-hadi-tumi-chara-ami-eka-cover-image

Tumi Chara Ami Eka

Abdul Hadihuatong
┏━━⋆💌ˢᵐˢ💌❴ᎪᎡᏆƑ❵⋆━━࿇1huatong
歌詞
収録
শিরোনামঃ তুমি ছাড়া আমি একা

শিল্পীঃ সৈয়দ আব্দুল

হাদী ও সাবিনা ইয়াসমিন

==============

==============

মেয়ে কণ্ঠঃ তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

জীবন আমার পায় গো জীবন

তুমি যখন দাও দেখা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

==============

==============

মেয়ে কণ্ঠঃ দুটি চোখেই নেই ভাষা নেই

সবই যেন বলা হয়ে গেছে

ছেলে কণ্ঠঃ খরা বুকে নেই আশা নেই

সবই যেন মিটে গিয়েছে

মেয়ে কণ্ঠঃ আমি খেয়া তরী যেন তুমি

তুমি তুমি কিনারা

ছেলে কণ্ঠঃ তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

জীবন আমার পায় গো জীবন

তুমি যখন দাও দেখা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

==============

==============

ছেলে কণ্ঠঃ ভালবাসা রয় জেগে রয়

শত জনমেও মরেনা

মেয়ে কণ্ঠঃ কাছে আসা হয় স্মৃতি হয়

কভূ সে বাঁধন ছিঁড়ে না

ছেলে কণ্ঠঃ দূরে গেলে তাঁরা হয়ে দেবে

দেবে দেবে ইশারা

মেয়ে কণ্ঠঃ তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

ছেলে কণ্ঠঃ জীবন আমার পায় গো জীবন

তুমি যখন দাও দেখা

দ্বৈত কণ্ঠঃ তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

জীবন আমার পায় গো জীবন

তুমি যখন দাও দেখা

মেয়ে কণ্ঠঃ তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

=====================

thanks you

Abdul Hadiの他の作品

総て見るlogo

あなたにおすすめ