menu-iconlogo
huatong
huatong
avatar

Ore Nil Doriya

Abdul Jabbarhuatong
mohawkwolfe1huatong
歌詞
収録
ওরে নীল দরিয়া

আমায় দেরে দে ছাড়িয়া

বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে

কান্দে রইয়া রইয়া

ওরে নীল দরিয়া

আমায় দেরে দে ছাড়িয়া

বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে

কান্দে রইয়া রইয়া

কাছের মানুষ দুরে থুইয়া

মরি আমি ধড় ফড়াইয়া রে

দারুন জ্বালা দিবানিশি

দারুন জ্বালা দিবানিশি

অন্তরে অন্তরে

আমার এত সাধের মন বধূয়া হায়রে

কি জানি কি করে

ওরে সাম্পানের নাইয়া

আমায় দেরে দে ভিড়াইয়া

বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে

কান্দে রইয়া রইয়া

ওরে নীল দরিয়া

হইয়া আমি দেশান্তরী

দেশ বিদেশে ভিড়াই তরী রে

নোঙর ফেলি ঘাটে ঘাটে

নোঙর ফেলি ঘাটে ঘাটে

বন্দরে বন্দরে

আমার মনের নোঙর পইড়া রইছে হায়রে

সারেঙ বাড়ির ঘরে..

এই না পথ ধইরা

আমি কত না গেছি চইলা

একলা ঘরে মন বধূয়া আমার

রইছে পন্থ চাইয়া

ওরে নীল দরিয়া

আমায় দেরে দে ছাড়িয়া

বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে

কান্দে রইয়া রইয়া

ওরে নীল দরিয়া...

আমায় দেরে দে ছাড়িয়া

Abdul Jabbarの他の作品

総て見るlogo

あなたにおすすめ