menu-iconlogo
huatong
huatong
avatar

Aaj Ei Akash

Adithuatong
johnbee3huatong
歌詞
収録
আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে

ছন্দ ছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে

আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে

ছন্দ ছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে

মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো

তুই ছিলিনা যখন

মাঝে মাঝে কড়া নাড়ে সেই দিনগুলো

তুই ছিলিনা যখন

তুই রবি আমারই, তুই ছবি আমারই

তোরে ছাড়া বাঁচি আমি কেমনে

আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে

ছন্দ ছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে

"বড় একা আমি নিজের ছায়ার মত

শুন্যতার মত

দীর্ঘশ্বাসের মত

নিঃসঙ্গ বৃক্ষের মত

নির্জন নদীর মত

বিচ্ছিন্ন দ্বীপের মত

মৌন পাহাড়ের মত

আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত

বড় একা আমি

বড় একা"

মেঘে মেঘে কত বেলা

কেটে যায় শুধু বিষাদের বেলা

তুই ছাড়া একা একা

দিন কাটেনা

স্মৃতির ছায়ায়

তুই রবি আমারই, তুই ছবি আমারি

তোরে ছাড়া বাঁচি আমি কেমনে

আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে

ছন্দ ছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে

Aditの他の作品

総て見るlogo

あなたにおすすめ