menu-iconlogo
huatong
huatong
avatar

Ki hobe kandiya

Adnan Kabirhuatong
🎤singer_tarekul🎼_🇧🇩🎶huatong
歌詞
収録
Tarequl Music Channel

orginal Trick

কি হবে কান্দিয়া মনের খাঁচা ভাংগিয়া

উইরা গেছে প্রানের বিন্দিয়া (২বার)

আদর যতন করিয়া বুকে রাখলাম জড়াইয়া

পোষ মানলোনা গেলো উড়িয়া

ও পাখি পোষ মানলোনা গেলো উড়িয়া

Subscribe Tarequl Music

অন্তরে নাই মায়া কাটলি আমার ছায়া

কোন আশাতে গেলি পাখি আমায় ছাড়িয়া

ও অন্তরে নাই মায়া কাটলি আমার ছায়া

কোন আশাতে গেলি পাখি আমায় ছাড়িয়া

আশাতে বান্ধিয়া নিলি অথয় জলে ডুবাই দিলি

কোল কিনারা নাই তোর Ajob দরিয়া পাখি

পোষ মানলোনা গেলো উড়িয়া

ও পাখি পোষ মানলোনা গেলো উড়িয়া

Starmaker singer_tarekul

মিথ্যা সুখের আশাতে শান্তি নাই মনে তে

কষ্টের কথা কারে বলি পাইনা খুজিয়া

ও মিথ্যা সুখের আশাতে শান্তি নাই মনে তে

কষ্টের কথা কারে বলি পাইনা খুজিয়া

মনে ব্যাথা দিয়া গেলি আমারে পর কইরা গেলি

মিথ্যা বাদি অহংকারী করলি ছলনা পাখি

পোষ মানলোনা গেলো উড়িয়া

ও পাখি পোষ মানলোনা গেলো উড়িয়া

কি হবে কান্দিয়া মনের খাঁচা ভাংগিয়া

উইরা গেছে পানের বিন্দিয়া (২বার)

আদর যতন করিয়া বুকে রাখলাম জড়াইয়া

পোষ মানলোনা গেলো উড়িয়া

ও পাখি পোষ মানলোনা গেলো উড়িয়া

Adnan Kabirの他の作品

総て見るlogo

あなたにおすすめ