menu-iconlogo
huatong
huatong
avatar

Pirit Vison Jala

Akash Mahmudhuatong
⍟︎𝑨ltafkhan_σғιcιαℓhuatong
歌詞
レコーディング
আমার হৃদয় পুড়ে বৎস হলো দেহ পুড়ে কালা

আমার হৃদয় পুড়ে বৎস হলো দেহ পুড়ে কালা

প্রেমের টানে.......

তুমার প্রেমের টানে না মজিলে

সেটাই হইতো ভালা,

বুজতে আমার হইল দেরি,

পিরিত ভিষন জালা,

বুজতে আমার হইল দেরি,

পিরিত ভিষন জালা,

আমার হৃদয় পুড়ে বৎস হলো

দেহ পুড়ে কালা

আমার হৃদয় পুড়ে বৎস হলো

দেহ পুড়ে কালা

প্রেমের টানে.......

তুমার প্রেমের টানে না মজিলে

সেটাই হইতো ভালা,

বুজতে আমার হইল দেরি,

পিরিত ভিষন জালা,

বুজতে আমার হইল দেরি,

পিরিত ভিষন জালা,

কাচা হৃদয় সরল সরল মনটা ছিল নরম,

না বুঝে প্রেমের ই বাউ দুক্ষ পাইলাম চরম।

কাচা হৃদয় সরল সরল মনটা ছিল নরম,

না বুঝে প্রেমের ই বাউ দুক্ষ পাইলাম চরম

কুলমান হারা.......

আমি কুলমান হারা তুমি ছাড়া

সুখের ঘরে তালা।

বুঝতে আমার হইলো দেরি

পিরিত ভিশন জালা,

বুঝতে আমার হইলো দেরি

পিরিত ভিশন জালা,

শেষ হইল চোখের পানি বাচা টানাটানি

রইলোনা আর কোন আশা মরনএর দিন গুনি

শেষ হইল চোখের পানি বাচা টানাটানি

রইলোনা আর কোন আশা মরনএর দিন গুনি

ঘাতক প্রেমে.....ও

তোমার ঘাতক প্রেমে মুর কলিজা

হইলো ফালাফাল!

বুজতে আমার হইলো দেরি

পিরিত ভিশন জালা

আমার হৃদয় পুড়ে বৎস হলো

দেহ পুড়ে কালা,

আমার হৃদয় পুড়ে বৎস হলো

দেহ পুড়ে কালা,

প্রেমের টানে......ও

তুমার প্রেমের টানে না মজিলে....

সেটাই হইতো ভালা

বুজতে আমার হইল দেরি,

পিরিত ভিষন জালা,

বুজতে আমার হইল দেরি,

পিরিত ভিষন জালা,

Akash Mahmudの他の作品

総て見るlogo

あなたにおすすめ