menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Moton Ke Ache Bolo

Akasshhuatong
forhad99huatong
歌詞
収録
আমার মতন কে আছে বল

বাসবে তোমায় এতো ভালো

আমার মতন কে আছে বল

বাসবে তোমায় এতো ভালো

আমি মনেরই দেওয়ালে সুখের খেয়ালে

জেলেছি যে তোমার আলো

তুমি চোখের আড়ালে কখনো হারালে

হয়ে যাব এলোমেলো

আমার মতন কে আছে বল

বাসবে তোমায় এতো ভালো

আমার মতন কে আছে বল

বাসবে তোমায় এতো ভালো

হো স্বপ্নেরই মহোনায় সাজিয়েছি যে তোমায়

ভুলে যাব কি করে

তোমারই ছায়া যে ফেলেছে মায়া যে

জীবনের পথজুড়ে

স্বপ্নেরই মহোনায় সাজিয়েছি যে তোমায়

ভুলে যাব কি করে

তোমারই ছায়া যে ফেলেছে মায়া যে

জীবনের পথজুড়ে

আমি মনেরই দেওয়ালে সুখের খেয়ালে

জেলেছি যে তোমার আলো

তুমি চোখের আড়ালে কখনো হারালে

হয়ে যাব এলোমেলো

আমার মতন কে আছে বল

বাসবে তোমায় এতো ভালো

আমার মতন কে আছে বল

বাসবে তোমায় এতো ভালো

হো চোখেরই ইশারায় রেখেছি পাহারায়

যেতেদেব না দূরে

তুমি হীন আমি যে শুধু পাগলামি যে

হৃদয়টা ভবগুরে...

চোখেরই ইশারায় রেখেছি পাহারায়

যেতেদেব না দূরে

তুমি হীন আমি যে শুধু পাগলামি যে

হৃদয়টা ভবগুরে...

আমি মনেরই দেওয়ালে সুখেরই খেয়ালে

জেলেছি যে তোমার আলো

তুমি চোখের আড়ালে কখনো হারালে

হয়ে যাব এলোমেলো

আমার মতন কে আছে বল

বাসবে তোমায় এতো ভালো

আমার মতন কে আছে বল

বাসবে তোমায় এতো ভালো

Akasshの他の作品

総て見るlogo

あなたにおすすめ