menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Aar Jonome Maa Hobo

Amrik Singh Arorahuatong
ѕ.ѕhuatong
歌詞
レコーディング
শিল্পী: অমৃক সিং অরোরা

আমি আর জনমে, মা হব মা,

তুই হবি মোর ছেলে

আমি আর জনমে মা হব মা,

তুই হবি মোর ছেলে

বুঝবি তখন, ছেলের ব্যথা

বুঝবি, তখন ছেলের ব্যথা

ভবের ঘরে, এলে মা

আমি আর জনমে, মা হব মা

তুই হবি মোর ছেলে

নির্বাচন যোগান(নিশিপদ্দ)

মাতৃহারা বালক যেমন

খুঁজে গো তার মাকে

কেউ তো তখন, স্নেহের দুহাত

বাড়িয়ে দেয় না তাকে

.......................

মাতৃহারা বালক যেমন

খুঁজে গো তার মাকে

কেউ তো তখন, স্নেহের দুহাত

বাড়িয়ে দেয় না তাকে

সেই ব্যথাটাই, বোঝ মা এবার

সেই ব্যথাটাই, বোঝ মা এবার

স্বর্গেরই সুখ, পেলে মা

আমি আর জনমে, মা হব মা

তুই হবি মোর ছেলে

আপলোডার(সুজু)

এই জনমে, তুই মা যেমন

আমায় আছিস ভুলে

এতো কাঁদি, তবু যেমন

নিস না কোলে তুলে

...............

এই জনমে তুই মা যেমন

আমায় আছিস ভুলে

এতো কাঁদি, তবু যেমন

নিস না কোলে তুলে

তেমন কাঁদতে হবে, তোকেও মাগো

কাঁদতে হবে, তোকেও মাগো

যখন হবি ছেলে মা

আমি আর জনমে, মা হব মা

তুই হবি মোর ছেলে

আমি আর জনমে, মা হব মা

তুই হবি মোর ছেলে

বুঝবি তখন, ছেলের ব্যথা

বুঝবি তখন, ছেলের ব্যথা

ভবের ঘরে, এলে মা

আমি আর জনমে, মা হব মা

তুই হবি মোর ছেলে

****ধন্যবাদ****

Amrik Singh Aroraの他の作品

総て見るlogo

あなたにおすすめ