menu-iconlogo
huatong
huatong
avatar

Ruposhi Dohai tomar - short

Amrik Singh Arorahuatong
Ramprasad_Sarkarhuatong
歌詞
レコーディング
রুপসী দোহাই তোমার

তোমার ঐ চোখের পাতায়

আমাকে কাজল লতার

কালি করো।

রূপসী দোহাই তোমার

তোমার ঐ চোখের পাতায়

আমাকে কাজল লতার

কালি করো।

ও চোখে মত মধু

কেন যে শুধু শুধু

আমাকে তোমার চোখের বালি করো।

তুমি যে গোলাপ জ্যুতি চম্পাবকুল

বাগানের নাম করা সব বাহারি ফুল

তুমি যে গোলাপ জ্যুতি চম্পাবকুল

বাগানের নাম করা সব বাহারি ফুল

তোমাকে করবো যতন

ফোটাবো মনের মতন

করোনা আমায় তোমার

মালী করো।

ও মনে রয়না যেন অন্য কিছুই

ওখানে থাকবো ওগো আমি শুধুই

তোমার ওই ভালোবাসায়

কাটাবো জীবন যে হায়

করোনা মনটা তোমার

খালি করো।

রূপসী দোহাই তোমার

Amrik Singh Aroraの他の作品

総て見るlogo

あなたにおすすめ