menu-iconlogo
huatong
huatong
avatar

এসো হে বৈশাখ

Andrew/kanakhuatong
portia123_starhuatong
歌詞
レコーディング
পহেলা বৈশাখ উপলক্ষে বি ডি সং

গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই

আন্তরিক শুভেচ্ছাওঅভিনন্দন ।

,,শুভ নববর্ষ ,,

রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে

জানিয়ে দিলাম আমি তোমাকে

এসো বাঙ্গালীর সাজে হাতে যেন চুড়ি বাজে

খোঁপায় যেন বেলীফুল থাকে।

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে

জানিয়ে দিলাম আমি তোমাকে,

এসো বাঙ্গালীর সাজে,হাতে যেন চুড়ি বাজে

খোঁপায় যেনো বেলীফুল থাকে

দেখা হবে রে হবে,

দেখা হবেরে হবে,

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে,

দেখা হবেই হবে পহেলা বৈশাখে।

বাঁশি আর ঢোলে মুখরিত চারিদিক

হাজার লোকের ভীড়ে খুঁজে নেব ঠিক

বাঁশি আর ঢোলে মুখরিত চারিদিক

হাজার লোকের ভীড়ে খুঁজে নেব ঠিক

তোমার কাজল চোখে দেখব অপলকে

পাগল করেছে কে এই আমাকে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে,

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে,

দেখা হবেই হবে পহেলা বৈশাখে।

প্রথম সকাল থেকে একটা দুপুর

বাজবে দু'টি মনে সুখের নূপুর

প্রথম সকাল থেকে একটা দুপুর

বাজবে দু'টি মনে সুখের নূপুর

ছায়ানটের গানে খুঁজব প্রেমের মানে

সাজিয়ে দুজনার স্বপ্নটাকে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে,

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে

জানিয়ে দিলাম আমি তোমাকে

এসো বাঙ্গালীর সাজে হাতে যেনো চুড়ি বাজে

খোঁপায় যেন বেলীফুল থাকে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে

দেখা হবেই হবে পহেলা বৈশাখে..

বি ডি ছং গ্রুপের পক্ষ থেকে

সবাইকে জানাই

Andrew/kanakの他の作品

総て見るlogo

あなたにおすすめ