menu-iconlogo
huatong
huatong
avatar

ভালো আছি ভালো থেকো

Andrew Kishore/Altafkhanhuatong
⍟︎𝑨𝒍𝒕𝒂𝒇𝒌𝒉𝒂𝒏_σғιcιαℓhuatong
歌詞
レコーディング
M] ভাল আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো,

ভাল আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো,

দিও তোমার মালা খানি,

বাউলের এই মনটা রে।

ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে,

F]] পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরনে মুক্তর সুখ,

পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরনে মুক্তর সুখ,

তেমনি তোমার নিবিড় চলা,

ভিতরের নীল বন্দরে...

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে....

M]] ঢেকে রাখে যেমন কুসুম,

পাপড়ির আবডালে ফসলের ধুম,

ঢেকে রাখে যেমন কুসুম,

পাপড়ির আবডালে ফসলের ধুম,

তেমনি তোমার গভীর ছোঁয়া,

গভীরের নীল বন্দরে,,,

M] আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে,,,

F]] আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে,,,,

Andrew Kishore/Altafkhanの他の作品

総て見るlogo

あなたにおすすめ