menu-iconlogo
huatong
huatong
avatar

Cholte Cholte

Andrew Kishore/Runa Laylahuatong
◉⃝❤⃝🅴🅻🅸🅰🆂_𝟬𝟮◄◉⃝❤⃝🕊huatong
歌詞
レコーディング
মেয়েঃ চলতে চলতে পথ শেষ হয়

বলতে বলতে কথা শেষ হয়..

চলতে চলতে পথ শেষ হয়

বলতে বলতে কথা শেষ হয়

তোমাকে ভালোবাসা শেষ হবেনা..

শুধু তোমাকে ভালোবাসা শেষ হবেনা...

ছেলেঃ ঝরতে ঝরতে ফুল শেষ হয়

জ্বলতে জ্বলতে দ্বিপ শেষ হয়..

তোমাকে ভালোবাসা শেষ হবেনা..

শুধু তোমাকে ভালোবাসা শেষ হবেনা...

আপনাদের গানটি ভালো লাগলে

অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার

করে সাথেই থাকবেন।

ছেলেঃ ঐ পাখি গান গায় গেয়ে যাকনা

ঐ নদী বয়ে যায় বয়ে যাকনা

তোমাকে ছাড়া আমি কিছু বুঝিনা

কিছু বুঝিনা...

মেয়েঃ সূর্যটা ডুবে যায় ডুবে যাকনা

দিন যায় চলে যায় চলে যাকনা

তুমি কভু আমাকে ছেড়ে যেয়োনা

ছেড়ে যেয়োনা..

ছেলেঃ চলতে চলতে পথ শেষ হয়

বলতে বলতে কথা শেষ হয়..

মেয়েঃ তোমাকে ভালোবাসা শেষ হবেনা..

শুধু তোমাকে ভালোবাসা শেষ হবেনা...

মেয়েঃ ঝলমলে জোছনায় সাজবো আমি

স্বপ্নের খেলা ঘর গড়বো আমি

সেই ঘরে প্রেম হবে সারাটি বেলা

সারাটি বেলা..

ছেলেঃ জীবনের দুই পাড়ে থাকবো আমি

অন্তরে চিরদিন থাকবে তুমি

কখনো যাবেনা ছিড়ে মিলনো মালা

মিলনো মালা...

মেয়েঃ চলতে চলতে পথ শেষ হয়

বলতে বলতে কথা শেষ হয়

তোমাকে ভালোবাসা শেষ হবেনা

শুধু তোমাকে ভালোবাসা শেষ হবেনা..

ছেলেঃ ঝরতে ঝরতে ফুল শেষ হয়

জ্বলতে জ্বলতে দ্বিপ শেষ হয়

তোমাকে ভালোবাসা শেষ হবেনা

শুধু তোমাকে ভালোবাসা শেষ হবেনা...

মেয়েঃ চলতে চলতে পথ শেষ হয়

বলতে বলতে কথা শেষ হয়

ছেলেঃ ঝরতে ঝরতে ফুল শেষ হয়

জ্বলতে জ্বলতে দ্বিপ শেষ হয়

ছেলে+মেয়েঃ চলতে চলতে পথ শেষ হয়

বলতে বলতে কথা শেষ হয়...

>>>আপলোড বাই ফরহাদ<<<

Andrew Kishore/Runa Laylaの他の作品

総て見るlogo

あなたにおすすめ