menu-iconlogo
huatong
huatong
andrew-kishoresabina-yasmin-tumi-amar-moner-majhi-cover-image

Tumi Amar Moner Majhi

Andrew Kishore/Sabina Yasminhuatong
mrssassy_starhuatong
歌詞
収録
তুমি আমার মনের মাঝি

তুমি আমার মনের মাঝি

আমার পরাণ পাখি

আমার বাড়ি যাইও

দিমু ভালোবাসা।

তুমি আমায় পাগল কইরো না

যামু তোমার বাড়ি

তোমার পায়ে মরিবার বাসনা রাখি।

তুমি আমার মনের মাঝি।

প্রেমের যমুনাতে,

মন আমি ভাসাইয়াছি,

প্রেমের তরী খানি,

কূলে আমি ভিড়াইয়াছি।

প্রেমের যমুনাতে,

মন আমি ভাসাইয়াছি,

প্রেমের তরী খানি,

কূলে আমি ভিড়াইয়াছি।

তোমার লাইগা আমি

সইতে যে পারি শত বেদনা

যতদিন বাঁইচা রইমু

ছাইড়া যাইও না,

ছাইড়া যাইও না।

তুমি আমার মনের মাঝি

আমার পরাণ পাখি

আমার বাড়ি যাইও

দিমু ভালোবাসা।

তুমি আমায় পাগল কইরো না।

তোমারে পাইয়া আমি,

চাঁদ হাতে ধরিয়াছি,

তোমার কথা শুইনা,

সুখে মন ভরিয়াছি।

তোমারে পাইয়া আমি,

চাঁদ হাতে ধরিয়াছি,

তোমার কথা শুইনা,

সুখে মন ভরিয়াছি।

পরাণ খুইলা বলো

ভুইলা যাইবানা

ভুইলা যাইবানা;

সাক্ষী রইলো চন্দ্র সূর্য

ছাড়মু না তোমারে

ছাইড়া যাইমু না।

তুমি আমার মনের মাঝি,

আমার পরাণ পাখি,

আমার বাড়ি যাইও,

দিমু ভালোবাসা

তুমি আমায় পাগল কইরো না

যামু তোমার বাড়ি

তোমার পায়ে মরিবার বাসনা রাখি।

তুমি আমার মনের মাঝি,

আমার পরাণ পাখি,

আমার বাড়ি যাইও,

দিমু ভালোবাসা

তুমি আমায় পাগল কইরো না।

Andrew Kishore/Sabina Yasminの他の作品

総て見るlogo

あなたにおすすめ