menu-iconlogo
huatong
huatong
avatar

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

Androkishor/Samina Chowdhuryhuatong
rickmyhero96huatong
歌詞
収録
হো......হো...হো....হো....ও...

হো.....হো......হো...........ও...

আমার গরুর গাড়িতে

বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই

বাজিয়ে।

আরে,আমার গরুর গাড়িতে

বউ সাজিয়ে

ধুওুর ধুওুর ধুওুর ধু সানাই

বাজিয়ে

যাবো তোমায় শ্বশুর বাড়ি

নিয়ে.

যা যা…

তোমার ভাঙা গাড়িতে আমি

যাবো না

কারো ঘরের ঘরণী আমি হবো

না

করবো না তো কোনো দিনও

বিয়ে

এ হে, যাবো তোমায়

শ্বশুর বাড়ি নিয়ে

আরে রে রে রে রে করে

কি,আরে আরে করে কি

করে কি আরে করে কি

choice by MariamLubna

আলতা দেবো টিকলী

দেবো, দেবো সোনার চুড়ি...

না না না না না না…

আরে, শহর থেকে আনবো কিনে বেনারসী শাড়ি...

আরে, না না না না না…

গয়না গাটি চাইনা আমি, চাইনা

শাড়ি চুড়ি

হায় হায় হায় হায় হায়

হায়..

সবই আমার বাপের

বাড়ি আছে ভুরিভুরি

আরে, হায় হায় হায় হায় হায়

হায়..

গলবেনা মন কোনো কিছু

দিয়ে..

হে, যাবো তোমায় শ্বশুর

বাড়ি নিয়ে

আদর দেবো সোহাগ

দেবো, দেবো ভালোবাসা

না না না না না না…

আরে, জীবন দিয়ে

করবো পূরণ তোমার সকল

আশা

না না না না না না…

দিনদুপুরে মনেরঘরে

দিও নাকো হানা

হায় হহায় হায় হায় হায়

হায়...

এই সব কথা শোনা পাপ

গুরুজনের মানা

আরে, হায় হায় হায় হায়

হায় হায়...

আরে পায়ে ধরি চল বাড়ি

নিয়ে

এ..যাবো তোমায় শ্বশুর

বাড়ি নিয়ে

হোও..তোমার ভাঙা

গাড়িতে আমি যাবো না

কারো ঘরের ঘরনি আমি

হবো না

করবো না তো কোন

দিনও বিয়ে

হুররর হাটহাট যাবো

তোমায় শশুড় বাড়ি নিয়ে

নানানানা পায়ে ধরি চল

বাড়ি নিয়ে

হুহও যাব তোমায় শশুড়

বাড়ি নিয়ে

নানানা পায়ে ধরি চল

বাড়ি নিয়ে

হুরররর যাবো তোমায়

শশুড় বাড়ি নিয়ে

Androkishor/Samina Chowdhuryの他の作品

総て見るlogo

あなたにおすすめ