menu-iconlogo
huatong
huatong
歌詞
レコーディング
ছবি প্রেমযুদ্ধ।

প্রথম পার্ট ছেলে

দ্বিতীয় পার্ট মেয়ে

তুমি আমার জীবন মরণ

তুমি আমার আশা

তুমি আমার জীবন মরণ

তুমি আমার আশা

তুমি..আমার জান আমার প্রাণ

তুমি..আমার জান আমার প্রাণ

তোমার বুকের ভেতর আমার স্বর্গ সুখের বাসা

তোমার বুকের ভেতর আমার স্বর্গ সুখের বাসা

তুমি আমার জান আমার প্রাণ

তুমি আমার জান আমার প্রাণ

তুমি আমার জীবন মরণ

তুমি আমার আশা

তুমি আমার জীবন মরণ

তুমি আমার আশা

তুমি..আমার জান আমার প্রাণ

তুমি..আমার জান আমার প্রাণ

যুগে যুগে আমার হয়ে,থেকো তুমি থেকো

প্রানের চেয়ে আপন করে,বুকের মাঝে রেখো

তুমি আমার চোখের তারা দুটি চোখের আলো

তুমি বিনে সারা জগৎ,আঁধার রাতের কালো

ছোট্ট তরী আমি তোমার প্রেমের স্রোতে ভাসা

ছোট্ট তরী আমি তোমার প্রেমের স্রোতে ভাসা

তুমি আমার জান,আমার প্রাণ

তুমি,আমার জান আমার প্রাণ

আসুন বন্ধুরা সবাই মিলে,ইস্মুলের

পরিবেশ টা সুন্দর রাখি...!

বন্ধু মানে সকাল বেলা,

বন্ধু মানে সাঝ...!

বন্ধু মানে মনের কথা,

বলতে কিসের লাজ..!

বন্ধু মানে ফাকা মাঠে,

একটু খানি হাওয়া..!

বন্ধু মানে এই..জীবনে..

অনেক খানি পাওয়া..!

তুমি ছাড়া এই জীবনে নেইতো কিছু চাওয়া

তোমায় পেয়ে হলো যে আজ সবই কিছু পাওয়া

স্বর্গেরই সুখ পেয়েছি যে তোমার ভালোবাসায়

এই ভুবনে এসেছি যে তোমায় পাবার আশায়

তোমায় কত ভালোবাসি নেইতো জানা ভাষা

তোমায় কত ভালোবাসি নেইতো জানা ভাষা

তুমি,আমার জান আমার প্রাণ

তুমি,আমার জান আমার প্রাণ

তুমি আমার জীবন,মরণ

তুমি,আমার আশা

তুমি আমার জীবন মরণ

তুমি আমার আশা

তুমি আমার জান আমার প্রাণ

তুমি আমার জান আমার প্রাণ

Andru Kishor/kanak chapa Tumi amar jibon moron তুমি আমার জীবন মরনの他の作品

総て見るlogo

あなたにおすすめ