menu-iconlogo
huatong
huatong
avatar

Bhalobashar Moto Bhalobashle

Ankur mahamudhuatong
🍂🍁Emon🍂🍁Emu🍁🍂huatong
歌詞
レコーディング
ভালোবাসার মতো ভালোবাসলে,

তারে কি গো ভোলা যায় ?

ভালোবাসার মতো ভালোবাসলে,

তারে কি গো ভোলা যায় ?

ক্ষনিকের ভুলেও , বিরহ নামলেও ,

ক্ষনিকের ভুলেও , বিরহ নামলেও ,

মন থেকে কি তারে মোছা যায় ?

তারে কি গো ভোলা যায়?

ভালোবাসার মতো ভালোবাসলে,

তারে কি গো ভোলা যায় ?

ভালোবাসা জাতি মানে না,

কভু হাঁসি কভু কান্না।

ভালোবাসা জাতি মানে না,

কভু হাঁসি কভু কান্না।

দু’চোখে জলে ভরে,

কত ব্যাথা সহ্য করে,

দু’চোখে জলে ভরে,

কত ব্যাথা সহ্য করে,

মন চেয়ে থাকে তবু তার আশায়।

তারে কি গো ভোলা যায় ?

ভালোবাসার মতো ভালোবাসলেও ,

তারে কি গো ভোলা যায় ?

ভালোবাসা ঈশ্বরের দান,

বুকে ধরে করো সম্মান।

ভালোবাসা ঈশ্বরের দান,

বুকে ধরে করো সম্মান।

সারা সারা রাত ধরে,

নেয় প্রেম ঘুম কেড়ে।

সারা সারা রাত ধরে,

নেয় প্রেম ঘুম কেড়ে,

বদনাম বঞ্চনা আসে গায়,

তারে কি গো ভোলা যায় ?

ভালোবাসার মতো ভালোবাসলে,

তারে কি গো ভোলা যায় ?

ভালোবাসার মতো ভালোবাসলে,

তারে কি গো ভোলা যায় ?

ভালোবাসার মতো ভালোবাসলে,

তারে কি গো ভোলা যায় ?

Ankur mahamudの他の作品

総て見るlogo

あなたにおすすめ