menu-iconlogo
huatong
huatong
anupam-roy-alada-alada-uploaded-by-sg-cover-image

Alada Alada (Uploaded by SG)

Anupam Royhuatong
🌍∂ємι◻️◽▫️™huatong
歌詞
収録
আমি আবার ক্লান্ত পথচারী,

এই কাঁটার মুকুট লাগে ভারী,

গেছে জীবন দুদিকে দুজনারই,

মেনে নিলেও কি মেনে নিতে পারি?

ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই...

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব।

আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,

কেমন যেন আলাদা আলাদা সব।

কুয়াশা ভেজা নামছে সিঁড়ি

অনেক নীচে জল

সেখানে একফালি চাঁদ ভাসছে

করছে টলমল।

তাকে বাঁচাব বলে, জলে নেমেও

বাঁচাতে পারি না।

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব।

আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,

কেমন যেন আলাদা আলাদা সব।

কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি

কী এসেছি ফেলে?

বরফে ঢেকেছে শয্যা আমার

কখন অবহেলে?

কিভাবে বদলে গেল চাওয়া পাওয়া

বুঝতে পারি না।

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব।

আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,

কেমন যেন আলাদা আলাদা সব।

Anupam Royの他の作品

総て見るlogo

あなたにおすすめ