menu-iconlogo
huatong
huatong
anupam-roy-ekta-mon-cover-image

Ekta Mon

Anupam Royhuatong
TAPOS_Majumderhuatong
歌詞
収録
একটা মন হাটি হাটি পায়ে

আকাবাকা রেলগাড়ি

মেঘ এসে চোখে দিলো রঙ

হাতে দিলো ডাকটিকিট

বৃষ্টি মেশে ড্রইং খাতাই

ফুল ফল লতাই পাতাই

(হইতো সেই দেশে বন্ধু থাকে

নাম না জানা

তারই খোঁজে মেলেছি ডানা)-২

একটা ট্রাম ঝুলে থাকা তার

শহরের এক কোনে

রঙ চটা তিনতে ছাদেই

মোম ঘষা প্যাস্টেল এর

ঝড় থেকে উঠে একটা মেঘ

টুপ করে দিলো সুখবর

হইতো সেই দেশে বন্ধু থাকে

নাম না জানা

তারই খোঁজে মেলেছি ডানা

(গান বেধেছে দিন

হাসিখুসি টগবগিয়ে টয়ট্রেন এ

হাত মেখেছে রঙ

জানলাজোড়া বনসবুজ কুচকা আওয়াজ) -২

একটু ছুটে প্যারাসুটে হাওয়া খেল ডিগবাজী

উলটো হাওয়া রঙিন ছাতায়

একটা ছুটি বাধলো জুটি ভ্যানিশ হলো প্ল্যান

সাদা ধোয়া স্বপ্ন পাঠাই

(হইতো সেই দেশে বন্ধু থাকে

নাম না জানা

তারই খোঁজে মেলেছি ডানা)-২

একটি ট্রেন এটি ওটি চায়

জানালা খুলে গল্পেরা

আনমনা সোনার পাহাড় কুয়াশা মনমরা

একটু দূরে শীতকাতুরে ভোর

কমলা রোদে স্টেশন

(হইত সেই দেশে বন্ধু থাকে

নাম না জানা

তারই খোঁজে মেলেছি ডানা)-২

Report a problem

Anupam Royの他の作品

総て見るlogo

あなたにおすすめ