menu-iconlogo
huatong
huatong
avatar

Aamar Aponar Cheye

Anwesshaahuatong
sexy_chic54huatong
歌詞
レコーディング
আমার আপনার চেয়ে

আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

আমার আপনার চেয়ে

আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

আমি শুনি যেন তার

চরণের ধ্বনি

শুনি যেন তার

চরণের ধ্বনি

আমারো পিয়াসী বাসনায়

আমার আপনার চেয়ে

আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

আমারি মনেরো তৃষিত আকাশে

কাঁদে সে চাতক আকুলো তিয়াসে

আমারি মনেরো তৃষিত আকাশে

কাঁদে সে চাতক আকুলো তিয়াসে

কভু সে চকর শুধা চোর আসে

কভু সে চকর শুধা চোর আসে

নিশিথে স্বপনে জোছনায়

আমার আপনার চেয়ে

আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

আমার মনের পিয়ালো তমালে

হেরি তারে স্নেহ মেঘ শ্যাম

আমার মনের পিয়ালো তমালে

হেরি তারে স্নেহ মেঘ শ্যাম

অশনি আলোকে হেরি তারে ধির্

বিজলী উজল অভিরাম

আমারি রচিত কাননে বসিয়া

পরানো পিয়ারে মালিকা রচিয়া

আমারি রচিত কাননে বসিয়া

পরানো পিয়ারে মালিকা রচিয়া

সে মালা সহসা দেখিনু জাগিয়া

সে মালা সহসা দেখিনু জাগিয়া

আপনারি গলে দোলে হায় আমার

আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

আমি শুনি যেন তার চরণের ধ্বনি

শুনি যেন তার চরণের ধ্বনি

আমারো পিয়াসী বাসনায়

আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

Anwesshaaの他の作品

総て見るlogo

あなたにおすすめ