menu-iconlogo
logo

বলনা কোথায় তুমি

logo
歌詞
(M) বলোনা কোথায় তুমি,

এবুকে আছো কোন পাশে?

(F) বলোনা কোথায় তুমি,

আছো কি মিশে নিঃশ্বাসে?

(M) মনের ঘরে যতন করে

তোমায় রেখেছি আপন করে।

(F) ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে

এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।

(M) ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে

এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।

From Jhenaidah

হাইরে ভালোবাসা

বলনা কোথায় তুমি by Arfin Rumey - 歌詞&カバー