গান: তুই আর আমি করি পাগলামি
শিল্পী: আরফিন রুমি
মিউজিক আপলোড: AR.Rumi+Imu
গান রেকর্ড করার সময় অবশ্যই হেডফোন সাউন্ড কমিয়ে নিবেন।
ছেলে:] তুই আর আমি,
চল করি পাগলামি।
হয় হোক বদনামি, পৃথিবী দেখুক।
হোক প্রেমেরই জয়, করিনা তো ভয়।
যদি হয় ভুল হোক, এভাবে চলুক।
মেয়ে:] তুই আর আমি,
চল করি পাগলামি।
হয় হোক বদনামি, পৃথিবী দেখুক।
হোক প্রেমেরই জয়, করিনা--- তো ভয়।
যদি হয় ভুল হোক, এভাবে চলুক।
༺?AR.Rumi+Imu?༻
ছেলে:] তুই ছাড়া, আজ থেকে।
সব দিলাম ছুটি--।
চল এক পথে,
চল এক সাথে , দুজন হাটি।
মেয়ে:] এ মন জানে, তুই মানে, সব কিছু।
তুই দেখ চেয়ে, আমি ছায়া হয়ে।
থাকি তোর পিছু--।
দুজনে:] তুই আর আমি,
চল করি পাগলামি।
হয় হোক বদনামি, পৃথিবী দেখুক।
ছেলে:] হোক প্রেমেরই জয়,
করিনা তো ভয়।
যদি হয় ভুল হোক, এভাবে চলুক।
༺?AR.Rumi+Imu?༻
ছেলে:] পৃথিবীর, যতো ফুল সব তোকে দিলাম।
তোর থেকে, তোর মনটাকে,
ছিনিয়ে নিলাম।
মেয়ে:] জেনে রাখিস,
তুই থাকিস আমার বিশ্বাসে--।
চাই তোকে, এই বুকে প্রতি নিঃশ্বাসে।
তুই আর আমি, চল করি পাগলামি।
হয় হোক বদনামি, পৃথিবী দেখুক।
হোক প্রেমেরই জয়, করিনা-- তো ভয়।
যদি হয় ভুল হোক, এভাবে চলুক।
ছেলে:] তুই আর আমি,
চল করি পাগলামি।
হয় হোক বদনামি, পৃথিবী দেখুক।
হোক প্রেমেরই জয়, করিনা--- তো ভয়।
যদি হয় ভুল হোক, এভাবে চলুক---।
༺?AR.Rumi+Imu?༻
Don't Copy This Track