menu-iconlogo
huatong
huatong
arifur-rahman-jonypiran-khan-tumi-amar-onek-shokher-cover-image

Tumi Amar Onek Shokher

Arifur Rahman Jony/Piran Khanhuatong
msebonymorton21huatong
歌詞
収録
কেউ তোমাকে

ভীষণ ভালোবাসুক

তুমি আর শুধু তুমি ছাড়া

অন্য কিছু না বুঝুক

কেউ তোমার

কোলে মাথা রেখে ভীষণ হাসুক

তুমি একটু দূরে গেলে

লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক

তুমি তো চেয়েছিলে

ঠিক এমনই একজন

দেখো আমি পুরোটাই

তোমার ইচ্ছেমতন

তুমি আমার অনেক শখের

খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল

আমি রংধনু রঙে সাজিয়েছি

দেখো এক আকাশ স্বপ্নীল

তুমি আমার অনেক শখের

খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল

আমি রংধনু রঙে সাজিয়েছি

দেখো এক আকাশ স্বপ্নীল

তুমি হেসে উড়ে বেড়াও (উড়ে বেড়াও)

আমায় ভীষণ ভালো লাগাও (ভালো লাগাও)

নদী-পাড়ে নীল আকাশ

দখিনা হাওয়া আর সূর্য ডোবা

নিয়ে কেটে যায়

আমাদের কত বিকাল

দূরে গেলে অভিমান, চোখে জল

এত মায়া তোমার

আমাকে বারেবার জিজ্ঞেস করে

তুমি আসবে কি কাল

এটুকু চাওয়ার মায়ায়

ডুবি সবশেষে

এভাবে আমায় গড়ি

তোমার অভ্যেসে

তুমি আমার অনেক শখের

খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল

আমি রংধনু রঙে সাজিয়েছি

দেখো এক আকাশ স্বপ্নীল

তুমি আমার অনেক শখের

খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল

আমি রংধনু রঙে সাজিয়েছি

দেখো এক আকাশ স্বপ্নীল

তুমি হেসে উড়ে বেড়াও (উড়ে বেড়াও)

আমায় নিয়ে স্বপ্ন সাজাও (স্বপ্ন সাজাও)

Arifur Rahman Jony/Piran Khanの他の作品

総て見るlogo

あなたにおすすめ