menu-iconlogo
huatong
huatong
avatar

একটা সময় তরে আমি সবি ভাবিতাম

Arman Alifhuatong
coffinfodderhuatong
歌詞
レコーディング
M একটা সময় তোরে আমার সবই ভাবিতাম

তোরে মন পিঞ্জিরায় যতন করে

আগলাইয়া রাখতাম

তোর হাসি মুখের ছবি দেইখা

দুঃখ পুষাইতাম,

তুই কাঁদলে পরে কেমন করে

হারাইয়া যাইতাম

F একটা সময় তোরে আমার সবই ভাবিতাম

তোরে মন পিঞ্জিরায় যতন করে

আগলাইয়া রাখতাম

তোর হাসি মুখের ছবি দেইখা

দুঃখ পুষাইতাম,

তুই কাঁদলে পরে কেমন করে

হারাইয়া যাইতাম

M ওরে মনের খাঁচায় যতন কইরা

দিলাম তোরে ঠাঁই,

এখন তোর মনেতেই আমার জন্য

কোন জায়গা নাই

F ওরে আদর কইরা পিঞ্জিরাতে

পুষলাম পাখি রে

তুই যা রে যা উইড়া যা রে

অন্য খাঁচাতে

M ও মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালোবাসা

দে ফিরাইয়া দে

আমার অনুভূতির সাথে খেলার

অধিকার দিল কে

পুলা তুই বড় অপরাধী

তোর ক্ষমা নাই রে..

Arman Alifの他の作品

総て見るlogo

あなたにおすすめ