menu-iconlogo
huatong
huatong
avatar

Jane ei mon Jane-Imran Mahmudul

AR.Rumihuatong
Rainbow8684huatong
歌詞
レコーディング
Song: Jane Ei mon jane

Singer:Imran Mahmudul

Uploaded by: AR.Rumi+Imu

Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻

ID ---13372553409

গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু কমিয়ে নিবেন।

ছেলেঃ} ও........ও.......।ও.........।

মেয়েঃ} জানে এই মন জানে, তুমি যে আমার।

তোমারই স্বপ্নে আমার, রোজ পারা-পার।

ছেলেঃ} জানে এই মন জানে, তুমি যে আমার...।

তোমারই স্বপ্নে আমার, রোজ পারা-পার।

ভালোবাসার খামে, চিঠি লিখে তোমার নামে ।

পাঠিয়ে দিলাম আমি, পড়ে নাও এবার।

মেয়েঃ জানে এই মন জানে, তুমি যে আমার।

তোমারই স্বপ্নে আমার, রোজ পারা-পার।

Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻

ID ---13372553409

ছেলেঃ} ইচ্ছে গুলো আমার তোমাকে খুজে ফিরে...

চাই শুধু তোমাকে হাজারো মুখের ভিড়ে..।

মেয়েঃতুমি তো আমারই জানুক এ গ্রহ তারা..।

থামবেনা কখনো প্রেমেরই স্রোতোদ্বারা।

ছেলেঃ} বলোনা তোমার কাছে, কি এমন জাদু আছে।

ছুটে আসি এই আমি, কেনো বার বার।

মেয়েঃ} জানে এই মন জানে, তুমি যে আমার।

তোমারই স্বপনে আমার, রোজ পারা-পার।

Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻

ID ---13372553409

ছেলেঃ} সুখের আলো আমি দেখেছি তোমার মাঝে..।

তোমাকে যাই ভেবে সকাল দুপুর সাঝে.....

মেয়েঃ} জীবনে তোমাকে আপন করে পেলে...

হারাবো দুজনে আবেগি ডানা মেলে।

ছেলেঃ} বলোনা তোমার কাছে, কি এমন জাদু আছে।

ছুটে আসি এই আমি, কেনো বার বার।

দুজনেঃ} জানে এই মন জানে তুমি যে আমার।

তোমারই স্বপনে আমার, রোজ পারা-পার।

Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻

ID ---13372553409

AR.Rumiの他の作品

総て見るlogo

あなたにおすすめ

Jane ei mon Jane-Imran Mahmudul by AR.Rumi - 歌詞&カバー