menu-iconlogo
huatong
huatong
avatar

Chile Kothar Sepai/চিলে কোঠার সেপাই

Artcellhuatong
ᗷᗩᗷᒪᑌ_👻huatong
歌詞
レコーディング
যা দেখ যা দেখ না

ভাঙ্গে যত অনুভূতি চেনা-অচেনা

তোমার অনাগত সম্ভাবনায়

জমে ঘুন পোকার আর্তনাদ

তোমার নীল আকাশ

শূন্য চোখে চেয়ে থাকে

অন্ধকার দেয়ালে

তোমার আলো জন্ম দেয়

মিথ্যে ছায়াকে

সন্মোহিত সময়ে

তোমার জানালায় নীল আকাশ

আঁধারে নয় আলোতে ভয়

দৃশ্যগুলো শব্দময়

শূ্ন্যতার ভীড়ে হারিয়েছে

স্তব্ধ সময়

সপ্নময় ঘুমে নয়

শব্দগুলো দৃশ্যময়

শূন্যতায় নির্বাসিত রয়

স্তব্ধ সময়

ছায়াদের বাঁধা চোখে চোখে ফেরে

সময়ের নির্বাসিত নীল আকাশ

অন্ধকার ভেঙ্গে গড়ে আজ

শব্দ করে ইতিহাস

তোমার নীল আকাশ

শূন্য চোখে চেয়ে থাকে

অন্ধকার দেয়ালে

তোমার আলো জন্ম দেয়

মিথ্যে ছায়াকে

সন্মোহিত সময়ে

তোমার জানালায় নীল আকাশ

আঁধারে নয় আলোতে ভয়

দৃশ্যগুলো শব্দময়

শূ্ন্যতার ভীড়ে হারিয়েছে

স্তব্ধ সময়

সপ্নময় ঘুমে নয়

শব্দগুলো দৃশ্যময়

শূন্যতায় নির্বাসিত রয়

স্তব্ধ সময়

তোমার মৃত স্বপ্নের দৃশ্য আজও ওড়ে

বাতাসে বিগত সময় শব্দ করে

ভুলের চেনা শরীর চেনে কি তোমাকে

এখানে কে দাড়ায় ছায়ার মিছিলে

একই অতীত একই সময়

কেন তবু এই পথের শেষে

জড় অনুভূতি কেন মেঘে

ঢাকা পড়ে ছেড়া আকাশ

আঁধারে নয় আলোতে ভয়

দৃশ্যগুলো শব্দময়

শূ্ন্যতার ভীড়ে হারিয়েছে

স্তব্ধ সময়

সপ্নময় ঘুমে নয়

শব্দগুলো দৃশ্যময়

শূন্যতায় নির্বাসিত রয়

স্তব্ধ সময়

Artcellの他の作品

総て見るlogo

あなたにおすすめ