menu-iconlogo
huatong
huatong
avatar

Lukiye Lukiye Katobar By Surajit Paul

Asha Bhosle/ Md.Azizhuatong
Singer_Surajithuatong
歌詞
レコーディング
কথা - স্বপন চক্রবর্ত্তী

শিল্পী - আশা ভোঁসলে, মহঃ আজিজ

সুর - রাহুল দেব বর্মন

(আশা) এই! একটা কথা বলবে?

(আজিজ) এ্য.. কি কথা!

(আশা) লুকিয়ে লুকিয়ে কতবার আসা যায়

চুরি করে কখনো কি প্রেম করা যায়

ক’দিন চলবে বলো এমনি করে

চুপ কেন তুমি কিছু করো না উপায়

লুকিয়ে.. আহাহাহা.. লুকিয়ে

ওহোহো লুকিয়ে লুকিয়ে কত বার আসা যায়

চুরি করে কখনো কি প্রেম করা যায়

ক’দিন চলবে বলো এমনি করে

চুপ কেন তুমি কিছু করো না উপায়

লুকিয়ে আহাহাহা লুকিয়ে হো..

লুকিয়ে লুকিয়ে কত বার আসা যায়...

TRACK CREATED BY SURAJIT PAUL

REQUEST : KOYALI (SSKL FAMILY)

FOLLOW ME : Singer_Surajit

(আশা) দেখা করো বললেই করো বাহানা

দেখা না হলে এই মন মানে না....

দেখা করো বললেই করো বাহানা

দেখা না হলে এই মন মানে না....

(আজিজ) যত দোষ সব এই নন্দ-ঘোষের

যত মুশকিল সব তোমার বেলায়...

লুকিয়ে.. আহাহাহা.. লুকিয়ে

ওহোহো লুকিয়ে লুকিয়ে কত বার আসা যায়

চুরি করে কখনো কি প্রেম করা যায়

ক’দিন চলবে বলো এমনি করে

চুপ কেন তুমি কিছু করো না উপায়

(আশা) লুকিয়ে আহাহাহা লুকিয়ে

ওহোহো লুকিয়ে লুকিয়ে কত বার আসা যায়...

TRACK CREATED BY SURAJIT PAUL

REQUEST : KOYALI (SSKL FAMILY)

FOLLOW ME : Singer_Surajit

(আজিজ) সারাদিন বাড়ি আর কলেজেতে কাটে

কি করে দেখা হবে তোমাতে-আমাতে

সারাদিন বাড়ি আর কলেজেতে কাটে

কি করে দেখা হবে তোমাতে-আমাতে

(আশা) এইসব বাজে বাজে কথা বলে বলে

ভোলাতে পারবে না তুমি যে আমায়

লুকিয়ে.. আহাহাহা.. লুকিয়ে

ওহোহো লুকিয়ে লুকিয়ে কতবার আসা যায়

চুরি করে কখনো কি প্রেম করা যায়

(আজিজ) ক’দিন চলবে বলো এমনি করে

চুপ কেন তুমি কিছু করো না উপায়....

লুকিয়ে.. ওহোহো.. লুকিয়ে

(আশা) লুকিয়ে.. আহাহাহা.. লুকিয়ে

(আজিজ) ওহোহো লুকিয়ে (আশা) তারা.তারাতা

(আজিজ) আহাহাহা.. লুকিয়ে (আশা) তারা.তারাতা

(আশা) লুকিয়ে.. আহাহাহা.. লুকিয়ে

(আজিজ) ওহোহো.. লুকিয়ে (আশা) তারা.রারারা

(আজিজ) আহাহাহা.. লুকিয়ে (আশা) তারা.তারাতা

Asha Bhosle/ Md.Azizの他の作品

総て見るlogo

あなたにおすすめ