menu-iconlogo
logo

কখনো ভালবাসনি

logo
歌詞
কখনো ভালবাসনি.....

করেছ শুধু অভিনয়

কখনো ভালবাসনি.....

করেছ শুধুই অভিনয়

জীবনের ডায়রিটা খুলে দেখি

এ আমার বড় পরাজয়....

ও ও ও

কখনো ভালবাসনি.....

করেছ শুধু অভিনয়

মারূফ পারভেজ

হারানো স্মৃতি হাত বাড়িয়ে

পিছু ডাকে আমাকে.......

পুরোনো কথা মনে পড়তেই

জল আসে দুচোখে

ও, হারানো স্মৃতি হাত বাড়িয়ে

পিছু ডাকে আমাকে........

পুরোনো কথা মনে পড়তেই

জল আসে দুচোখে

সময়ের ব্যবধানে কেন তুমি আজ

পেলে না সুখের পরিচয়

ওওও

কখনো ভালবাসনি.....

করেছ শুধু অভিনয়

সুখেরি জীবন নষ্ট করে

দিয়েছ নিজেরি হাতে......

চাইনা আমি চলনার প্রেম

যে প্রেম জানে কাঁদাতে

ও, সুখেরি জীবন নষ্ট করে

দিয়েছ নিজেরি হাতে.......

চাইনা আমি চলনার প্রেম

যে প্রেম জানে কাঁদাতে

পেয়েছ কি সুখ তুমি অবশেষে

তবে কেন ভেঙেছ হৃদয়

ওওও

কখনো ভালবাসনি.....

করেছ শুধু অভিনয়

কখনো ভালবাসনি.....

করেছ শুধু অভিনয়

জীবনের ডায়রিটা খুলে দেখি

এ আমার বড় পরাজয়....

ও ও ও

কখনো ভালবাসনি.....

করেছ শুধু অভিনয়

কখনো ভালবাসনি by Asif Akbar - 歌詞&カバー