menu-iconlogo
huatong
huatong
asif-akbar-tomar-hat-pakhar-cover-image

তোমার হাত পাখার বাতাশে Tomar Hat Pakhar

Asif Akbarhuatong
rayray1797huatong
歌詞
収録
তোমার হাত পাখার বাতাশে

প্রান জুড়িয়ে আসে

কিছু সময় আরো তুমি

থাকো আমার পাশে

থাকো আমার পাশে

তোমার হাত পাখার বাতাসে

প্রান জুড়িয়ে আসে

কিছু সময় আরো তুমি

থাকো আমার পাশে

থাকো আমার পাশে

যখন কুপি জলা রাতে

আমার থালার গরম ভাতে

পুটি মাছের ঝোল তুলে দাও

তুমি আপন হাতে

যখন কুপি জলা রাতে

আমার থালার গরম ভাতে

পুটি মাছের ঝোল তুলে দাও

তুমি আপন হাতে

সারাদিনের কষ্ট ভুলে

মনটা আমার হাসে..

মনটা আমার হাসে

তোমার হাত পাখার বাতাশে

প্রান জুড়িয়ে আসে

কিছু সময় আরো তুমি

থাকো আমার পাশে

থাকো আমার পাশে

আমার ছোট্ট ভাঈা ঘরে

যেনো চাদের আলো ঝড়ে

ঘুমাও যখন মাথা রেখে

আমার বুকের পরে

আমার ছোট্ট ভাঈা ঘরে

যেনো চাদের আলো ঝড়ে

ঘুমাও যখন মাথা রেখে

আমার বুকের পরে

মনটা আমার স্বপ্ন হয়ে

চাদের খেয়ায় ভাসে

চাদের খেয়ায় ভাসে

তোমার হাত পাখার বাতাশে

প্রান জুড়িয়ে আসে

কিছু সময় আরো তুমি

থাকো আমার পাশে...

থাকো আমার পাশে

Asif Akbarの他の作品

総て見るlogo

あなたにおすすめ