menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি অপরুপা | Tumi Oporupa

Asif Akbarhuatong
mokke63138huatong
歌詞
レコーディング
তুমি অপরুপা, অপরুপা

মায়া ভরা জোছনাতেও তুমি অপরুপা

তুমি অপরুপা অপরুপা

মায়া ভরা জোছনাতেও তুমি অপরুপা

মনটা যদি বদল কর

স্বর্গের আশা ছেড়ে দেব

ওওও এক জনমে অল্প সময়

কতই ভালবাসবো

ওওও এক জনমে অল্প সময়

কতই ভালবাসবো

তুমি অপরুপা অপরুপা

মায়া ভরা জোছনাতেও তুমি অপরুপা

যদি হয়ে যায় লেনাদেনা

কি হবে বৃন্দাবনে

ঐ উড়ো চিঠি পড়বে হাতে

হো নির্জনে গোপনে

যদি হয়ে যায় লেনাদেনা

কি হবে বৃন্দাবনে

ঐ উড়ো চিঠি পড়বে হাতে

নির্জনে গোপনে

যত দুরে যাই চলে তবু ফিরে ফিরে আসবো

ওওও এক জনমে অল্প সময়

কতই ভালবাসবো

তুমি অপরুপা অপরুপা

মায়া ভরা জোছনাতেও তুমি অপরুপা

যদি লেগে যায় মায়া প্রাণে

থাকা তো যায় না ভুলে

ঐ মনে যদি মনটা থাকে

ও রঙেরই ছোয়া মেলে

যদি লেগে যায় মায়া প্রাণে

থাকা তো যায় না ভুলে

ঐ মনে যদি মনটা থাকে

রঙেরই ছোয়া মেলে

অভিমান বুকে ধরে তবু সুখে তরী ভাসাবো

ওওও এক জনমে অল্প সময়

কতই ভালবাসবো

তুমি অপরুপা অপরুপা

মায়া ভরা জোছনাতেও তুমি অপরুপা

মনটা যদি বদল কর

স্বর্গের আশা ছেড়ে দেব

ওওও এক জনমে অল্প সময়

কতই ভালবাসবো

ওওও এক জনমে অল্প সময়

কতই ভালবাসবো

তুমি অপরুপা অপরুপা

মায়া ভরা জোছনাতেও তুমি অপরুপা

ধন্যবাদ

Asif Akbarの他の作品

総て見るlogo

あなたにおすすめ