menu-iconlogo
huatong
huatong
avatar

Allah Amay Kala Banaise

Atif Ahmed Niloyhuatong
bebetina8huatong
歌詞
収録
কলিজা কাটিয়া তোরে খাওয়ানো ছিলো বাকি

নিজে না খাইয়া তোরে বাপের টাকা খাওয়াইছি

বাপের টাকা খাওয়াইছি

কলিজা কাটিয়া তোরে খাওয়ানো ছিলো বাকি

নিজে না খাইয়া তোরে বাপের টাকা খাওয়াইছি

বাপের টাকা খাওয়াইছি

তোর ভাইয়ে দিতো দৌড়ানি

মায়ে কই তো হারামি

বাপে কইতা হারামজাদা কোন গ্রামে তোর বাড়ি

ওরে বেইমান ছেরি

কালা বলে ছাইরা গেলি

মনটা আমার ছিল অনেক ভালো রে

আল্লাহ আমায় কালা কইরা বানাইছে

বেইমান ছেরি

আল্লাহ আমায় কালা কইরা বানাইছে

আমি না হয় ছিলাম কালো

তুই ছিলি চান্দের আলো

আন্ধার রাইতে ভাবছো জমাইতি

কইতি কালা তুই ভালো

কইতি কালা তুই ভালো

আমি না হয় ছিলাম কালো

তুই ছিলি চান্দের আলো

আন্ধার রাইতে ভাবছো জমাইতি

কইতি কালা তুই ভালো

কইতি কালা তুই ভালো

কেমনে ভেঙ্গে গেল পিরিতি

এই কি পিরিতির রীতি

কালা বইলা দিয়া গেলি জালারে

আল্লায় আমায় কালা কইরা বানাইছে

বেইমান ছেরি

আল্লাহ আমায় কালা কইরা বানাইছে

এক নজর দেখার লাগিয়া ছটফটায় তো পরানে

আমারে তুই ভালবাসো কইতি যে মোবাইল ফোনে

কইতি যে মোবাইল ফোনে

এক নজর দেখার লাগিয়া ছটফটায় তো পরানে

আমারে তুই ভালবাসো কইতি যে মোবাইল ফোনে

কইতি যে মোবাইল ফোনে

আমি কালা বলে তোর সনে

হইল না মিলন এই ভুবনে

একা থাকা ছিল অনেক ভালা রে

আল্লায় আমায় কালা কইরা বানাইছে

বেইমান ছেরি

আল্লাহ আমায় কালা কইরা বানাইছে

কলিজা কাটিয়া তোরে খাওয়ানো ছিলো বাকি

নিজে না খাইয়া তোরে বাপের টাকা খাওয়াইছি

বাপের টাকা খাওয়াইছি

তোর ভাইয়ে দিতো দৌড়ানি

মায়ে কই তো হারামি

বাপে কইতা হারামজাদা কোন গ্রামে তোর বাড়ি

ওরে বেইমান ছেরি

কালা বলে ছাইরা গেলি

মনটা আমার ছিল অনেক ভালো রে

আল্লাহ আমায় কালা কইরা বানাইছে

বেইমান ছেরি

আল্লাহ আমায় কালা কইরা বানাইছে

আল্লাহ আমায় কালা কইরা বানাইছে

বেইমান ছেরি

আল্লাহ আমায় কালা কইরা বানাইছে

আল্লাহ আমায় কালা কইরা বানাইছে

Atif Ahmed Niloyの他の作品

総て見るlogo

あなたにおすすめ